খেলার খবর

জেমিসনকে ভারতে ডেকে পাঠাল নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট: বেশ আগ্রাসনের সঙ্গেই শুরু হয়েছিল কিউইদের এবারের আসরে বিশ্বকাপের যাত্রা। শুরু থেকেই ছিল চোটের ধাক্কা। তবে নিয়মিত দলীয় পারফর্মে তা যেন বুঝতেই দেয়নি দলটি। তবে মোড় বাঁকতে শুরু করে চার ম্যাচ পর থেকে। একের পর এক হার, সঙ্গে একের এক পর চোট। টানা তিন ম্যাচ হেরে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে নিউজিল্যান্ড। 

এখন দলের অবস্থা এমন দাঁড়িয়েছে পরের ম্যাচে একাদশ সাজানোই দায়। কিউইদের নিয়মিত অধিনায়ক কেবল এক ম্যাচে খেলেই ফের পড়েছেন চোটে। মার্ক চ্যাপম্যানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাকিলিসের চোটে পড়েন পেসার লকি ফার্গুসন।

এবার সেই দলে নাম লেখালেন আরেক পেসার ম্যাট হেনরি। নিজেদের সর্বশেষ ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ডানহাতি এই পেসার। তাই দলের পেস বিভাগ সামলাতে দলে কাইল জেমিসনকে দলে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

বিশ্বকাপে কিউইদের পরের ম্যাচ আগামী শনিবার, পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন জেমিসন। ২৮ বছর বয়সী এই পেসার এর আগেও এই টুর্নামেন্টে টিম সাউদির বিকল্প হিসেবে দলে ছিলেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *