সারাদেশ

‘খেলাধুলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি প্রসার পাচ্ছে’

ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীনদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বরণ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অঙ্গণে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা জ্ঞান লাভের একটি প্রক্রিয়া। শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও মননকে কাজে লাগিয়ে নিজ জীবন ও সমাজকে আলোকিত করা শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষার আলোয় সুশিক্ষিতরা দেশ ও জাতির সম্পদ। শিক্ষা মানুষের পরমাত্মাকে মানবকল্যাণে বিকশিত করে। প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে অমিত সম্ভাবনা। শিক্ষা সেই সম্ভাবনাকে শক্তি ও সম্পদ বিকাশের একটি বাহন। আশা করি, নবীন শিক্ষার্থীরা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সম্ভাবনাকে বিকশিত করে তাকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিবেদিত করবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষা জীবন সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, সামাজিকীকরণের সময়। নবীন শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে শৃঙ্খলার সঙ্গে সময়ানুবর্তিতা মেনে চলবে এটা একান্ত প্রত্যাশিত। যা কিছু শুভ, যা কিছু কল্যাণকর তাতেই হোক এই শিক্ষার্থীদের আবাহন। নবীনরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি মেধা ও মননশীলতা বিকাশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা সেসবের সুযোগ গ্রহণ করে নিজেদের সুস্থ্যতা বজায় রাখা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শিতা অর্জন এবং পাঠ্যক্রম বহির্ভূত নানা কাজের মাধ্যমে নিজেদের বিকশিত করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার এক পবিত্র অঙ্গন। এখানে মুক্ত চিন্তার পরিবেশে শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনে শিক্ষার্থীরা নিজেদের নিবেদিত করবে এটা একান্ত প্রত্যাশিত। তারা নিবেদিতভাবে শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেদের বিকশিত করে সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা থাকবে এটা সবাই আশা করে। এছাড়াও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন পূরণে তারা কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক বলেন, বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র অঙ্গণে শিক্ষার্থীদের আসার একটিই লক্ষ্য, আর তা হলো উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেদের জীবনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। সুনাগরিক হিসেবে জীবন গড়তে হলে শিক্ষার পাশাপাশি প্রয়োজন নিষ্ঠা, একাগ্রতা, সময়ানুবর্তিতা। নবীন শিক্ষার্থীরা সেসব শুভবোধেও উদ্বুদ্ধ হবে বলে তিনি প্রত্যাশা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শীর্ষ লক্ষ্য হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ ও সেই শিক্ষাকে ভবিষ্যত জীবনে সাফল্যের বাহন হিসেবে ব্যবহার। শিক্ষার্থীরা সেই লক্ষ্য অর্জনে অধ্যাবসায় ও সময়নিষ্ঠা মেনে পড়াশোনায় নিজেদের নিবেদিত করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক কঠিন প্রতিযোগিতার বিষয়। সে প্রতিযোগিতায় যে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আগামী দিনে তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার ধারাবাহিকতায় চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নেও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাবি ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও প্রক্টর অধ্যাপক আসাবুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের নাফিসাতুল নাঈম ও বাংলা বিভাগের সজল কুমার শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। এরপর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *