আক্কেলপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ছাত্রলীগ, নিলাম স্থগিত করল প্রশাসন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনের জরাজীর্ণ ভবনসহ মালামাল নিলামের সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে ছাত্রলীগের বাইরে কেউ নিলামে অংশ নিতে পারেননি। ঘটনা জানাজানি হলে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিলাম ডাক স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আক্কেলপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন দরপত্র স্থগিতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের চারজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে অবস্থিত মিলনায়তনের জরাজীর্ণ ভবনটি অপসারণের বিষয়ে দরপত্র আহ্বানের জন্য ৫ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গতকাল মঙ্গলবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। আজ বেলা একটা পর্যন্ত ছিল নিলাম দরপত্র দাখিলের শেষ দিন। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে নিলামের বাক্স রাখা হয়। তবে সকাল থেকে ছাত্রলীগের নেতা–কর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ কারণে অন্যরা দরপত্র দাখিল করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা একটার আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আসেন। এরপর উপজেলা প্রকৌশলী রকিব হাসান নিলাম দরপত্র স্থগিত ঘোষণা করে একটি নোটিশ টাঙিয়ে দেন।
অভিযোগের বিষয়ে আক্কেলপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা–কর্মীরা কাউকে দরপত্র জমা দিতে বাধা দেননি। তবে হঠাৎ করেই নির্ধারিত সময়ের আগে দরপত্র গ্রহণ কার্যক্রম উপজেলা প্রশাসন স্থগিত করে নোটিশ দিয়েছে।
উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, অনিবার্য কারণে দরপত্র গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে যাঁরা শিডিউল কিনেছেন, তাঁদের আর দরপত্র কিনতে হবে না। পরবর্তী সময়ে দরপত্র গ্রহণ ও স্থানের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত ইউএনও মো. ফিরোজ হোসেন বলেন, অনিবার্য কারণে আপাতত দরপত্র গ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরে সবাইকে নিয়ে বসে সময় নির্ধারণ করে এ বিষয়ে জানানো হবে।