এক ছাত্রীর প্রেমে দুইছাত্র, মারামারিতে জড়াল ছাত্রলীগও

চট্টগ্রামের একটি কলেজে একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করে ওই কলেজেরই দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। এ নিয়ে ওই দুই ছাত্রের মধ্যে কিছু দিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ আজ মঙ্গলবার হাতাহাতিতে গড়িয়েছে। তাতে যুক্ত হয়েছে কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরাও।

আজ বেলা সাড়ে ১১টায় ওই কলেজের ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে কলেজ শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই পক্ষের মধ্যে যাতে বড় ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে, সে জন্য কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এরপরও বেলা সোয়া ১টায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটেছে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রথম আলোকে বলেন, এক ছাত্রীকে পছন্দ করা নিয়ে দুই সহপাঠীর মধ্যে কয়েক দিন ধরে ঝামেলা হচ্ছিল। গতকাল সোমবার বিকেলে একসঙ্গে বসে তা সমাধান করেও দেওয়া হয়েছিল। এরপরও আজ সকালে ঝামেলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কেন মারামারি হয়েছে, তা বোঝা যাচ্ছে না। কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ছাত্রীর পরিচয় গোপন রাখতে কলেজ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হলো না।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *