চুয়াডাঙ্গায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে মাথায় ইটের আঘাত পেয়ে সানোয়ার হোসেন (৫২) নামে একজন মারা গেছেন। রোববার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই দিন সকাল ১০টার দিকে মেয়ের ধাক্কায় আহত হন তিনি। এ ঘটনায় পুলিশ মেয়ে ববিতা খাতুনকে আটক করেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত সানোয়ার হোসেন আলমডাঙ্গার বকশিপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। রোববার সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে মেয়ে ববিতা খাতুনের (৩০) ধাক্কায় বাবা মাটিতে ইটের ওপর পড়ে যান এবং মাথায় আঘাত পান। ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সানোয়ার হোসেনকে প্রথমে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *