জয়পুরহাটের গতনশহরে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত
জয়পুরহাটে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই ভ্যানের চালক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার গতনশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম ফারুক হোসেন (৩৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব আটাপুর (গলাকাটা) গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। আহত ভ্যানের চালক আজিজুল হকের (৩২) বাড়ি একই গ্রামে। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আজিজুলের ব্যাটারিচালিত ভ্যানে আলুবোঝাই করে ফারুক জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এদিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে গতনশহর এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে ওই ভ্যানে চাপা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী ফারুক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ভ্যানচালক আজিজুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক যাত্রীদের রাস্তায় নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে গেছেন। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।