জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬ তরুণ গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ছয় তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে উপজেলার শালাইপুর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। তাঁদের কাছ থেকে পর্নোগ্রাফি ভিডিওর ডিভাইস জব্দ করা হয়েছে বলে আজ রোববার দুপুরে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকারিয়া হোসেন (৩০), জামিল হোসেন (২৫), আবদুল কাদের (২৬), স্বপন (৩০), শাকিল চৌধুরী (২৪) ও রাজু হোসেন (২৪)। তাঁরা উপজেলার রুনিহালী, বাঁশখুর ও ঢাকারপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শালাইপুর বাজারের কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে ডিভাইসে অশ্লীল ভিডিও পাওয়া যায়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পর্নোগ্রাফি ডিভাইস জব্দ করা হয়। তাঁরা ডিভাইস ব্যবহার করে কিশোর-তরুণদের মুঠোফোনে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করছিলেন। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, র্যাব আসামিদের থানায় হস্তান্তর করেছে। আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।