নওগাঁয় মাইক্রোবাসের সিলিন্ডারে ৪৯ কেজি গাঁজা, আটক ৬

সাদা রঙের মাইক্রোবাসটি চলে তেলে। কিন্তু ভেতরে রয়েছে গ্যাস সিলিন্ডার। তবে সিলিন্ডারটিতে গ্যাস নয়, ভর্তি ছিল ৪৯ কেজি গাঁজা দিয়ে।

এ গাঁজা হবিগঞ্জ থেকে নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জের আড্ডা এলাকায় পাচারের সময় জব্দ করেছেন নওগাঁ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় গাড়িটির চালক, এক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নওগাঁ শহরের বরুণকান্দি বাইপাস সড়ক মোড় থেকে তাঁদের আটক করা হয়।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডারে গাঁজা ভর্তি করে মাইক্রোবাসটি হবিগঞ্জ জেলা সদর থেকে গোমস্তাপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে আজ ভোরে নওগাঁ শহরের বরুণকান্দি এলাকায় নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কে মাইক্রোবাসটি তল্লাশি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

লোকমান হোসেন আরও বলেন, এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে কাগজ ও স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ির চালক আশিক মিয়া, এক নারীসহ ছয়জনকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য। তাঁরা নিজেদের একই পরিবারের সদস্য পরিচয় দিয়ে টাকার বিনিময়ে গাঁজা পরিবহন করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *