‘পদ চাইলে জেলা ছাত্রলীগের সেক্রেটারিকে ডাইল খাওয়াতে হবে’

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফের সঙ্গে নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিফ আলীর মোবাইলফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এরই মধ্যে ওই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে ফিরোজ হাসান তারিফকে বলতে শোনা যায়- ‘নেতা হতে হলে জেলা ছাত্রলীগের সেক্রেটারিকে ডাইল (ফেনসিডিল) খাওয়াতে হবে।’

এদিকে ফাঁস হওয়া অডিওটি সত্য বলে দাবি করেছেন নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিফ আলী।

ফিরোজ হাসান তারিফ মোবাইলফোনে পদ প্রত্যাশী আশিফ আলীকে বলেন, ‘তোমাকে ইউনিয়ন সেক্রেটারিতে আসতে হলে আমাকে হাজার ২০ দেও। জেলার নেতারা টাকা ছাড়া কমিটি দেয় না।’

ছয় মিনিট পাঁচ সেকেন্ডের ওই অডিওতে আরও শোনা যায়, ‘শিবগঞ্জে লাখ লাখ টাকা দিয়ে কমিটিতে নেতারা আসছেন। তুমি কত পারবা বল।’ দুজনের ফোনালাপের একপর্যায়ে ফিরোজ হাসান তারিফ বলেন, ‘নেতা হতে হলে জেলা ছাত্রলীগের সেক্রেটারিকে ডাইল খাওয়াতে হবে।’

ফোনালাপটি সম্প্রতি হলেও মঙ্গলবার ফাঁস হয়েছে। তবে ফিরোজ হাসানের দাবি করেন, তাকে ফাঁসাতে অডিওটি সুপার এডিট করা হয়েছে।

নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি আল সাবা জানান, ফেসবুকে ভাইরাল হওয়া রেকর্ডের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফকে কারণ দর্শাতে লিখিত নোটিশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *