পিএসজির বিপক্ষে সৌদি দলের অধিনায়ক রোনালদো
আল নাসর ও আল হিলাল সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা আগেই নিশ্চিত হয়েছিলো। এবার দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো পর্তুগিজ সুপারস্টারের নাম। আগামী বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে হবে ম্যাচটি।
‘রিয়াদ সেশন কাপ’ নাম দেওয়া প্রীতি ম্যাচটিতে রোনালদোর সৌদি দলে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার খবর সোমবার (১৬ জানুয়ারি) জানানো হয়। ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে গত বছরের শেষ দিন আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় এক দর্শকের মোবাইল ফোন ভাঙ্গার ঘটনায় দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান রোনালদো। তাই সৌদি ক্লাবটির জার্সিতে মাঠে নামার আগেই সৌদি ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফুটবল মহাতারকার।
সবকিছু পরিকল্পনা মতো হলে পিএসজির বিপক্ষে আল নাসর ও আল হিলাল সম্মিলিত দলের প্রীতি ম্যাচ দিয়ে রোনালদো-মেসি দৈরথ দেখবে ফুটবল বিশ্ব। সবশেষ দু’জনের দেখা হয়েছিলো ২০২০ সালের ডিসেম্বরে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ তে জয় পেয়েছিলো জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির হয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো।