বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগে দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে দেউলী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ইউপি সদস্যের নাম আনারুল ইসলাম (৪০)। এর আগে গতকাল শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে শিবগঞ্জ থানায় আনারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ওই গৃহবধূ একা বাড়িতে কাজ করছিলেন। এ সময় বাড়িতে কেউ না থাকায় আনারুল ইসলাম ওই বাড়িতে ঢুকে গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে আনারুল ইট দিয়ে গৃহবধূর বুকে ও মাথায় আঘাত করেন। এতে আহত হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এর মধ্যে বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা সেখানে ছুটে এলে আনারুল দৌঁড়ে পালিয়ে যান।

পরে প্রতিবেশীরা আহত গৃহবধূকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল রাতে ওই গৃহবধূ আনারুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, অভিযুক্ত আনারুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *