বগুড়ার সারিয়াকান্দিতে বিধবা ইউপি সদস্যের ঘরে ছাত্রলীগ নেতা, শেষে বিয়ে
জয়পুরহাট নিউজ ২৪ ডটকম : বগুড়া সারিয়াকান্দি চন্দনবাইশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে নারী ইউপি সদস্যের ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরেছেন গ্রামবাসী।
শেষে গ্রামবাসীর চাপে বিধবা ইউপি সদস্যকে বিয়ে করেছেন ছাত্রলীগ নেতা। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিপন মিয়া (৩২) কুতুবপুর ইউপির সংরক্ষিত আসনের মহিলা সদস্য বিধবা ফেরদৌসী বেগমের (৪০) ঘরে প্রবেশ করে অনৈতিক কাজকর্ম চালায়।
পরে গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে ছাত্রলীগ নেতা এবং নারী ইউপি সদস্যকে একই ঘরে আটক করে। পরে গ্রামবাসীর চাপে ৫ লাখ টাকা মহরানা ধরে দিপনের সাথে ফেরদৌসী বেগমের বিয়ে দেয়া হয়েছে। ফেরদৌসী বেগম উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা গ্রামের মৃত আজাহার সাকিদারের স্ত্রী। দিপন উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের আজিজার রহমানের ছেলে।
বিধবা নারী ইউপি সদস্যের এর আগেও আরও ৩ টি বিয়ে হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে কুতুবপুর ইউপির চেয়ারম্যান বলেছেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমি সে সময় এলাকায় ছিলাম না।