বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলের দুই বন্ধু – পুলিশের ব্রিফিং

বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নারগিছ আরা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই নারীর ছেলের দুই বন্ধু তাঁকে হত্যা করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ। আজ সোমবার দুপুর ১২টায় বগুড়ার পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এই প্রেস ব্রিফিং হয়।

নারগিছ আরা বেগম রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আবদুল কাদের ফকিরের স্ত্রী।

ব্রিফিংয়ে আবদুর রশিদ বলেন, সাবেক ইউপি সদস্য নারগিছ আরা বেগম (৫৫) গত শনিবার মহাস্থানগড় এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রায়নগর মধ্যপাড়ায় নিজ বাড়িতে ফেরেন। এরপর শয়নকক্ষে মুন্না মিয়া (২২) ও খালিদ হোসেন (২২) নামের দুই তরুণ নারগিছ আরাকে কুপিয়ে হত্যা করেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শয়নকক্ষের মেঝে থেকে সন্ধ্যায় নারগিছের লাশ উদ্ধার করা হয়।

আবদুর রশিদ আরও বলেন, নারগিছ আরা বেগমের একমাত্র ছেলে আজিজুল (২২) মাদকাসক্ত। তাঁকে বগুড়া শহরে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। নারগিছ আরা বাড়িতে একা থাকতেন। মাদকসংক্রান্ত টাকাপয়সা নিয়ে আজিজুলের সঙ্গে তাঁর বন্ধু মুন্না মিয়ার বিরোধ ছিল। সেই বিরোধের জেরে নারগিছকে হত্যার পরিকল্পনা করেন তিনি। গতকাল শয়নকক্ষে ঢুকে নারগিছকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মুন্না ও তাঁর সহযোগী খালিদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মুন্না মিয়াকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয় এবং খালিদকে আটক করা হয়।

গতকাল বিকেলে শিবগঞ্জ উপজেলার রায়নগর মধ্যপাড়ার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে নারগিছ আরার ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার হয়।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান আজ দুপুরে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *