মাদকের টাকা না পেয়ে লাথি মেরে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিল স্বামী

জয়পুরহাট নিউজ ২৪ ডটকম : মাদকের টাকার যোগান না দেয়ায় রাজশাহীতে তিনতলা ভবন থেকে লাথি মেরে স্ত্রী টপি বেগমকে (৩০) ফেলে দিয়েছে স্বামী অনিক হোসেন। ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে মহানগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে তার মাদকাসক্ত স্বামী পলাতক রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ জানান, তিনতলা থেকে ফেলে দেয়ার পর টপি বেগম কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে কিনা তা জানতে এক্স-রে করা হয়েছে।

হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে তার চিকিৎসা করা হচ্ছে। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, মাদকাসক্ত অনিক প্রায় প্রতিদিনই মাদকসেবনের টাকার জন্য স্ত্রীর সঙ্গে গণ্ডগোল করতেন। মঙ্গলবার সন্ধ্যায় এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনিক তার স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে নিচে ফেলে দেন।

পরে আশপাশের লোকজন ছুটি এসে টপি বেগমকে উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করেন। তবে বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেননি। এরপরও পুলিশ অভিযুক্ত অনিককে আটকের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *