শ্বশুরবাড়িতে মিলল যুবকের ঝুলন্ত লাশ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শ্বশুরবাড়িতে পাওয়া গেছে এক যুবকের ঝুলন্ত লাশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই যুবকের নাম মামুন হোসেন (৩২)। তিনি ব্যবসায়ী ছিলেন। থাকতেন রঘুনাথপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শ্বশুরবাড়িতে থেকে ব্যবসা করতেন। ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। কয়েক দিন আগে তাঁর স্ত্রী এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তিনি একাই বাড়িতে ছিলেন। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ ঘুম থেকে উঠতে দেরি করায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালায় গিয়ে ঘরের আড়ার সঙ্গে মামুনকে ঝুলে থাকতে দেখেন তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ এসে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, শ্বশুরবাড়ি থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঋণের কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।