আন্তর্জাতিক

তানজিম সাকিবকে শাস্তি দিল আইসিসি

ডেস্ক রিপোর্ট: রেকর্ড গড়ে দলের জয়ে অবদান রেখেছেন। তবে সেই তানজিম হাসান সাকিব আজ পেলেন একটা দুঃসংবাদ। ম্যাচে ‘অশোভন আচরণ’ করে আইসিসির শাস্তির মুখে পড়েছেন তিনি।
নেপালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ক রোহিত পোড়েলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। সাকিব তার জবাব তো দিয়েছেনই, সঙ্গে রোহিতকে আলতো ধাক্কা দিয়েছেন। পরে আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টা সমাধান হয়।
সে ঘটনার জেরে আজ তানজিম শাস্তি পেয়েছেন। আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তিনি। যে ধারা মূলত একজন খেলোয়াড়, একজন সাপোর্ট পার্সোনেল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে (আন্তর্জাতিক ম্যাচে একজন দর্শকসহ) অনুপযুক্ত শারীরিক যোগাযোগের সাথে সম্পর্কিত।
তার বিরুদ্ধে আইসিসিতে নালিশটা দিয়েছেন আম্পায়ার আহসান রাজা, স্যাম নোগাজস্কি, সঙ্গে তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমারা ধর্মসেনা।
তানজিম সাকিব তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। যার ফলে প্রয়োজন পড়েনি কোনো আনুষ্ঠানিক শুনানির।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *