সারাদেশ

হিলিতে কাঁচা মরিচের বেড়েছে

ডেস্ক রিপোর্ট:

দিনাজপুরের হিলি বন্দর বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪০ টাকা। ১৬০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। বৃষ্টিতে কৃষকের ক্ষেতে মরিচ নষ্ট হওয়ার কারণে আমদানি কম, যার জন্য কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন, ব্যবসায়ীরা।

সোমবার (৮ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, পাঁচদিন আগে যে কাঁচামরিচ খুচরা বিক্রি হয়েছিলো ১৬০ টাকা কেজি। আজ তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি হিসেবে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের উপর পড়ছে না কোন প্রভাব। চাহিদার তুলনায় কাঁচামরিচ ভারত থেকে আমদানি কম এবং দেশে উৎপাদন কমে যাওয়া, মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

আমদানিকারকরা বলছেন, বন্দর দিয়ে প্রচুর পরিমান কাঁচা মরিচ আমদানি হওয়ার পরেও কেন দাম বাড়ছে তা আমাদের জানা নেই। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারছে না কৃষকেরা।

শরিফ হোসেন বলেন, কয়েক দিন আগে ১৬০ টাকা কেজি কিনলাম। আজ তা কিনতে হলো ২০০ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতারা চলবো কি করে? 

হিলি বাজারে কাঁচামরিচ ব্যবসায়ী মোকারম শেখ বলেন, কয়েক দিনের বর্ষার পানিতে কৃষকের ক্ষেতে কাঁচামরিচ অনেক নষ্ট হয়ে গেছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচামরিচ পাচ্ছি না। বর্তমান আমরা বিরামপুর এবং পাঁচবিবি হাট  থেকে এসব কাঁচামরিচ পাইকারি দামে কিনে আনছি। ক্ষেতে কাঁচামরিচ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা বেশি দাম হাঁকিয়ে নিচ্ছে। ১৬০ থেকে ১৮০ টাকা কেজি হিসেবে ক্রয় করে তা খুচরা বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *