আন্তর্জাতিক

চীনে স্কুলবাসের ধাক্কায় নিহত ১১

ডেস্ক রিপোর্ট: চীনের শ্যানডং প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গেটে অপেক্ষমাণদের ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়। এ ছাড়া আরও ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ৬ জন শিক্ষার্থীদের অভিভাবক এবং ৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে চীনের শ্যানডং প্রদেশের তাইয়ান শহরে একটি স্কুলবাসের চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্কুলের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ওপর উঠে যায়। এতে ১১ জন নিহত হন। আরও ৭ জন আহত হন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বাসের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

নতুন শিক্ষাবর্ষের শুরুর পরেরদিন এ দুর্ঘটনাটি ঘটলো।

এর আগে চলতি বছরের জুলাই মাসে একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গেলে ৮ জন নিহত হয়। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছিলেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *