খেলার খবর

টেস্টে ভরাডুবিতে পাকিস্তানের লজ্জা

ডেস্ক রিপোর্ট: এর আগে নিজ দেশে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার তেতো স্বাদ শুধু একবারই হজম করেছিল পাকিস্তান। গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সাফল্য যেন লাপাত্তা! ঘরের মাঠে শেষ তিন বছরে কোনো সিরিজই জিততে পারেনি তারা। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার পর ম্যান ইন গ্রিনদের হাতে উঠেনি কোনো আন্তর্জাতিক শিরোপা।

লাল বলের ক্রিকেটে এমন বাজে অবস্থা চললেও নিজেদের সমর্থকদের সামনে ধ্বলধোলাইয়ের লজ্জায় ডুবতে হয়নি। ঘরের মাঠে সিরিজ হয়তো জিততে পারেনি, তবে এটা ঠিক হোওয়াইটওয়াশ হতে হয়নি পাকিস্তানকে। ২০২২ সালে সেই বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাদের। ইংল্যান্ডের বাজবলের কাছে ৩ ম্যাচের সিরিজে ৩-০ তে ক্লিন সুইপ হতে হয়েছিল পাকিস্তানকে।

মঙ্গলবার বাংলাদেশের ক্রিকেটাররা স্বাগতিক পাকিস্তানকে উপহার দিয়েছে এমনই অসহনীয় এক কষ্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে পাকিস্তানের টেস্ট মিশন শুরু ১৯৫৪-৫৫ মৌসুমে, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। সেই সিরিজ হয়েছিল ড্র। ১৯৫৫-৫৬ মৌসুমে নিউজিল্যান্ডকে ধরাশায়ী প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস লিখে আব্দুল কাদের-হানিফ মোহাম্মদের দল।

ক্রিকেটে নির্বাসনের সময় বাদ দিলে পাকিস্তান ঘরের মাঠে খেলেছে ৫৮টি টেস্ট সিরিজ। যার মাঝে প্রথম ৫৫ সিরিজে অন্তত ড্র করেছিল পাকিস্তান। ৫৬তম সিরিজে এসে ছন্দটা হারিয়ে ফেলি স্বাগতিকরা। ইংল্যান্ডের কাছে ৩ ম্যাচের সিরিজে ৩-০ তে খোয়ায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা ছিল অমীমাংসিত। পরেই বাংলাদেশের সঙ্গে সিরিজে আবারও দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ফের ভরাডুবি শিকার পাকিস্তান। ক্রিকেট ইতিহাসে তৃতীয় দল হিসেবে ঘরের মাঠে টানা ১০ ম্যাচ জয়শূন্য থেকে গেল শান মাসুদ-বাবর আজমরা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *