জয়পুরহাটের খবর

আক্কেলপুর ফিলিং ষ্টেশনে বিম্ফোরণ আগুনে দগ্ধ এক শ্রমিক ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সফিউল আলম সফি, আক্কেলপুরঃ

জয়পুরহাটের আক্কেলপুরে“আক্কেলপুর ফিলিং স্টেশন”এর গ্যাস বিতরণী ইউনিটে বিস্ফোরণ। আগুনে দগ্ধ হয়ে  ঝুঁকিপুর্ন অবস্থায় হাসপাতালে ধুকছে সাইফুল ইসলাম (৩৮) নামের এক শ্রমিক। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩৫  লক্ষাধিক টাকার মালামাল। গত মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১০ ঘটিকার সময় আক্কেলপুর পৌর সদরের ১নং ওয়ার্ডের বগুড়া বাসস্ট্যান্ড সংলগø আক্কেলপুুর ফিলিং স্টেশনের এল পি জি গ্যাস সরবরাহ ইউনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে য়ায়। এ সময় ভিতরে থাকা শ্রমিক  পৌর সদরের হাজিপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শজিমেক হাসপাতালে পেরণ করেছেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে বুধবার সকালে ভর্তি করিয়েছন বলে ফিলিং স্টেশনের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ নিশ্চিত করেছেন। আহতের শরীরের প্রায় ৯৮% দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা হাসপাতালেরা সহকারী সার্জন ডাঃ মাকসুদর আলম আকন্দ ও  উপসহকারী মেডিকেল অফিসার ডঃ নাজুল হক।

ওই ফিলিং স্টেশনের  রাত্রী কালীন নিরাপত্তা রক্ষী আজিুজুল ইসলাম বলেন, আহত দগ্ধ সাইফুল ইসলাম  গ্যাস স্টেশনের ঘড়ের মধ্যে ছিলেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ হলে দ্রæত সেখানে গিয়ে দেখতে পাই  পুরো গ্যাস বিতরণ কক্ষে আগুন ও সাইফুল আগুনে ছটপট করছে। ফিলিং স্টেশনের মালিক জানিয়েছেন, বাড়িতে বিস্ফোরণের খরব জানতে পেরে  আমার ফিলিং স্টেশনে গিয়ে দেখি  জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ইন্সপেকটর মুহিউদ্দিন এর নেতৃত্বে  আক্কেলপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে অগ্নি নির্বাপনের চেস্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।  এ ঘটনায় আমার প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ঘটনাস্থল ও হাসপাতালে আহত দগ্ধ  সাইফুল ইসলামকে দ্রæত সুচিকিৎসার জন্য বগুড়া শ জি মে ক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তা বুন্দ প্রাথমিক ভাবে গ্যাস লাইনের লিকেজ থেকে এ ঘটনার সুত্রপাত হতে পারে বলে মনে করছেন। বিষয়টি সঠিক তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সঠিক ভাবে ঘটনাটি উদ্ঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা জানানোর জন্য বলেছেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় দৈনিক জয়পুরহাট খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *