জয়পুরহাটের খবর

কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী বেলালের মোটরসাইকেল শোডাউন

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর:

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রায় ১৫শ মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী জয়পুরহাট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, কালাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ-সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। এই শোডাউন উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের ও সাধারণ জনগণ প্রায় ১৫শ মোটরসাইকেল নিয়ে শোডাউন অংশগ্রহণ করেন। রোববার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের নেতৃত্বে কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। উক্ত শোডাউনটি কালাই পৌরসভা এলাকাসহ উপজেলার জিন্দারপুর, পুনট, উদয়পুর, মাত্রাই এবং আহম্মেদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরেন। এ সময় মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল হাত নেড়ে পথের দু-পাশে দাঁড়িয়ে থাকা জনণকে অভিবাদন জানান। তিনি পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিষয়টি উপজেলার সাধারণ ভোটারসহ সর্বস্তরের জনগণের নজর কাড়ে। এ নিয়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে উপজেলার সর্বত্রই আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সর্বত্রই আলোচনা চলছে আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী বেলাল তালুকদার ত্যাগী ও সৎ মানুষ। তিনি দলের জন্য ছাত্র অবস্থা হতে এখন পর্যন্ত অর্থ, শ্রম ও মেধা দিয়ে চলেছেন আর তিনিই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হবেন বলে অনেকেই মন্তব্য করেন। আবার অনেকেই মন্তব্য করেন, কে হতে পারে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ?

এসময় কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল বলেন, আমি কালাই পৌর মেয়ন ও কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদ পদে থাকা অবস্থায় এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্য বিয়ে নির্মূল করার চেষ্টা করেছি। করোনা মহামারীতে দুঃস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিয়েছি। এবার সকলের কাছে দোয়া চাই। আমাকে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করে উপজেলাবাসির সেবা করার সুযোগ দিন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় দৈনিক জয়পুরহাট খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *