জয়পুরহাটের খবর

পাঁচবিবি সীমান্তে বিজিবির মতবিনিময় সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

মাদক চোরাচালান ও অবৈধ্য অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবাসীর সঙ্গে মতবিনিময় সভা করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া বিওপির সীমান্তে জয়পুরহাট-২০ বিজিবির উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার এসআই সাজ্জাদ হোসেন, কয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমান, হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউপি সদস্য নওশাদ আলী মন্ডল, মোঃ শরিফুল ইসলাম, লাইজুর রহমান, বাগজানা ইউনিয়ন আ,লীগ সভাপতি ইউনুস আলী মন্ডল, সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, স্থানীয় সমাজসেবক আব্দুর রহমান ও বিজিবি সদস্য সহ এলাকার সুধীজন। মতবিনিময় সভায় উপস্থিত সীমান্তবাসীর উদ্যেসে ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাচালান ও অবৈধ-অনুপ্রবেশ সহ সকল অপরাধ প্রতিরোধ করা শুধু বিজিবির পক্ষে সম্ভব নয়। তিনি আরো বলেন, এমন অপরাধমুলক কাজ বন্ধ করতে আইনশৃংখোলাবাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি ও সমাজের সর্বোত্বরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় দৈনিক জয়পুরহাট খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *