আন্তর্জাতিক

নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিহত ১৩

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ জোরদার করেছে। নুসিরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ১৩ জন নারী ও শিশুকে হত্যা করেছে এবং রাফাহতে একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে।

শনিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, বিচ্ছিন্ন উত্তর গাজায়, অপুষ্টিতে আরও একজন শিশু এবং একজন যুবতীর মৃত্যু হয়েছে। ফলে গাজয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে।

এছাড়া কানাডা এবং সুইডেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা, UNRWA-তে তহবিল পুনরুদ্ধার করেছে।

এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানায়, হামাস প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের আগে একটি বার্তায় ইসরায়েলের মিত্রদের জানিয়েছে “গাজার উপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করার” আহ্বান জানিয়ে যুদ্ধবিরতি আলোচনা চলছে।

৭অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ হাজার ৯৬০ ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজার ৫২৪ জন আহত হয়েছেন। ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার১৩৯ জনএবং কয়েক ডজনকে বন্দী করে রাখা হয়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *