খেলার খবর

রোজার শুরুতে সাকিব-মুশফিক, বাবর-রিজওয়ানদের শান্তির বার্তা

ডেস্ক রিপোর্ট: হিজরি বর্ষের নবম মাস রমজান। পবিত্র এই মাসটিকে বিশ্বজুড়ে মুসলমানরা ব্যাপক মর্যাদার সঙ্গে পালন করে থাকে। বাংলাদেশে আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে রমজান মাস। আজ প্রথম রোজা। সারাবছরের অপেক্ষা শেষে এখন মহাসমারোহে মাসটিকে পালন করতে চলেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ধর্মপ্রাণ মুসল্লিরা। যেখানে যোগ দিয়েছে ক্রীড়াঙ্গনের মানুষজনও।

এই উৎসবে যোগ দিয়েছেন দেশের ক্রিকেটাররা। পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ার পরই ভক্তদের উদ্দেশ্যে নিজেদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন একের অধিক দেশী ও বিদেশী তারকা ক্রিকেটাররা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর রহমত ভরা রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক!’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা, দয়া, আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য, সম্প্রীতি এবং তার মহিমা দিয়ে ধন্য করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহ রিয়াদ তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘রমজান আপনার জীবন ভালোবাসা, ক্ষমা এবং সংযমের মাধ্যমে আলোকিত করুক। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভেচ্ছা।’ রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন দুই টাইগার পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।

এছাড়াও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ফিলিস্তিনের গাজা অঞ্চলের মানুষদের স্মুরণ করে এক টুইট বার্তায় বাবর লিখেছেন, ‘সবাইকে জানাই রমজান মোবারক। এই পবিত্র মাসে আমরা যেন প্রিয়জনদের আরও কাছে রাখি, সহায়তার হাত বাড়িয়ে দেই, গাজার মানুষদের আমাদের দোয়ায় রাখি। একতাবদ্ধ হয়ে সবাই মিলে একসাথে শান্তির দেখা পাই।’

রিজওয়ান তার বার্তায় একতাবদ্ধ হয়ে থাকার প্রতি জোর দিয়েছেন। ইতিবাচক বার্তাকে ছড়িয়ে দিয়েছেন ইমাম-উল-হক, শাহিন আফ্রিদির মত তারকারাও।

এই তালিকা থেকে বাদ যাননি ভারতের ক্রিকেটাররাও। সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান তার টুইটে বলেছেন, ‘হাসো, কারণ সবচেয়ে সুন্দর মাস রমজান আসছে। আল্লাহর রহমত আসছে।‘ তার ভাই ইউসুফ পাঠান লিখেছেন, ‘রোজার শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা। এই পবিত্র মাস আমাদের জন্য ও বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *