খেলার খবর

কোহলিকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ছে ভারত?

ডেস্ক রিপোর্ট: জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। সেই আসরের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ভারতকে নেতৃত্ব দেবেন বলে আগেই জানিয়েছেন বিসিসিআই কর্তা জয় শাহ। তবে বিরাট কোহলি বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল।

আজ (মঙ্গলবার) বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, কোহলিকে বাদ দিয়েই বিশ্বকাপের দল গড়ার কথা ভাবছে ভারত। টি-টোয়েন্টিতে ফর্মে না থাকায় কোহলিকে বিশ্বকাপের দলে না রাখার কথা ভাবছে বিসিসিআই।

এই বিষয়টি নিয়ে কোহলির সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকার আলাপ করেছেন বলেও টেলিগ্রাফের ওই প্রতিবেদনে জানানো হয়। যদিও এই মাসে শুরু হতে যাওয়া আইপিএলে যদি কোহলি ব্যাট হাতে দারুণ কিছু করে দেখাতে পারেন, তাহলে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কোহলি। এ সময় পরিবারের সঙ্গে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজে অংশ নেননি কোহলি। সিরিজটি ভারত ৪-১ ব্যবধানে জিতে নেয়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *