খেলার খবর

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিন ফুটবলের ‘সিংহ’

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের ফুটবলে ‘সিংহ’ হিসেবে খ্যাত ছিলেন ফুটবলার মোহাম্মদ বরকত। গত সোমবার (১১ মার্চ) ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন এই ফুটবলার।

ফিলিস্তিন ফুটবল ফেডারেশন জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৩৯ বছর বয়সী বরকত নিহত হয়েছেন।

বরকত ফিলিস্তিনের জাতীয় দলে খেলেছেন। এছাড়াও গাজা, সৌদি আরব এবং জর্ডানের বেশ কয়েকটি ক্লাবের জার্সিতেও দেখা গেছে তাকে।
২০১৫ সালে শাবাব খানইউনিসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু হয় বরকতের। ক্লাবটির হয়ে ১০০ গোল করার মাধ্যমে গাজার প্রথম ফুটবলার হিসেবে কোনো একটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরির কীর্তি গড়েন এই ফুটবলার।

ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এখন পর্যন্ত ফিলিস্তিনের ১৫৮ জন অ্যাথলেট ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৯১ জন ফুটবলার।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *