সারাদেশ

নাতনির বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না নানির

ডেস্ক রিপোর্ট: নাতনির বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না নানির

ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিনি বালা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার শ্বশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিনি বালা পুটিমারী বকশীপাড়া গ্রামের মৃত মহেশ চন্দ্র রায় কবিরাজের স্ত্রী।

প্রদক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, গতকাল বুধবার চিনি বালা তার নাতনির বিয়েতে যায়। আজকে বিয়ে শেষে বাড়িতে ফেরার পথে শ্বশান বাজার এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় বেপরোয়া গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মধ্যরাতে রাজধানীতে বৃষ্টি

ছবি: সংগৃহীত

পূর্বাভাস আগে থেকেই ছিল, সেটি প্রমাণ করতেই যেন রাজধানীতে মধ্যরাতে নেমেছে বৃষ্টি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ২টা পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি ঝরে রাজধানী ঢাকায়। তবে ক্ষণিক পরেই থেমে যায় তা, কিছুক্ষণের মধ্যেই আকাশে সূর্যও উঁকি দেয়।

;

ড. ইউনূসকে হয়রানি বন্ধ করুন: রাষ্ট্রদূতকে মার্কিন সিনেটর

ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন।

স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠ‌কের এক‌টি ছ‌বি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিনেটর ডারবিন লিখেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ায় আমি বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুদেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সিনেটে আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিনের সঙ্গে তার দফতরে দেখা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

এদিকে সিনেটরের দফতর থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে এক দশকের বেশি সময়জুড়ে শতাধিক মামলার মুখোমুখি অধ্যাপক ইউনূস; যা প্রমাণ করা যায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ নোবেল বিজয়ী শতাধিক ব্যক্তি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক প্রচারণার নিন্দা জানিয়েছেন। বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃতি হিসেবে মার্কিন কংগ্রেস ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দিয়েছে; যে পুরস্কার প্রদানের উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন ডিক ডারবিন।

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় ডিক ডারবিন বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। আমি মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু আপাতদৃষ্টিতে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আজকের বৈঠকে আমি আবারও অধ্যাপক ইউনূসের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।

;

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পের পি ব্লকের একটি শেডে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ও ক্যাম্পের মোবাইল টিমের স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টেকনাফ ফায়ার স্টেশনের কর্মকর্তা উত্তম ব্যানার্জি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

;

ইফতারে ব্যাটারির পানি পান করে হাসপাতালে চারজন

ছবি: বার্তা২৪.কম

ইফতারে ব্যাটারির পানি পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চারজন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন।

ব্যাটারির পানি পান করা চারজন হলেন- রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), একই এলাকার মৃত আসা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২)।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন বলেন- ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে রাখা ব্যাটারির পানি পান করে বসেন দুজন। সে পানি কি ব্যাটারির পানি কিনা যাচাই করতে আরও দুজন পান করেন। তখন চারজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, রাত আটটার দিকে তাদের সদর হাসপাতালে আনা হয়। দুই জনের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকের তত্বাবধানে রয়েছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *