খেলার খবর

ক্রিকেটের নন্দনকাননে আজ সেরাদের লড়াই

ডেস্ক রিপোর্ট: ক্রিকেটে নিজেদের সেরা সময় পার করছে ভারত। ঘরের মাটিতে বিশ্বকাপ। সেখানে টানা সাত ম্যাচে অপরাজিত। বোলার-ব্যাটার-ফিল্ডার সব ক্ষেত্রেই নিজেদের রেখেছে সেরার কাতারে। নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে একরকম উড়িয়েই দিয়েছে রোহিত-কোহলির। যেন তাদের মনে করিয়ে দিল কলম্বোর স্মৃতি। ৩৫৮ রানের লক্ষ্য দাড় করিয়ে কেবল ৫৫ রানেই লঙ্কানদের বেঁধে ফেলে ভারত, সঙ্গে সেমির পথ হয় পুরো পরিষ্কার। বাকি দুই ম্যাচ এখন তাদের শীর্ষস্থান ধরে রাখার লড়াই। অপরাজিত থেকে শিরোপার আরও কাছে যাবার লড়াই।

অন্যদিকে আসরের অন্যতম আগ্রাসী দল দক্ষিণ আফ্রিকা। তারা মাঠে নামলেই যেন শুরু হয় রান বন্যা। শুরুতে ব্যাট করতে নেমে পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে ৩০০-এর ওপরে রান তুলেছে দলটি। এবং সেই ম্যাচগুলোর প্রতিটিতে ১০০ রানের বেশি ব্যবধানে জিতেছে টেম্বা বাভুমার দল। এমন পরিসংখ্যান নিয়ে উড়ন্ত ভারতকে থামাতে আগে ব্যাট করতে আরও একটি বড় সংগ্রহ দাড় করাতে চাইবে দলটি।

প্রোটিয়ারা যেমন বড় সংগ্রহে পটু, আসরে ভারত হলো চেজ মাস্টার। শুরুর পাঁচ ম্যাচ তারা জিতেছে রান তাড়া করেই। এমন জমজমাট লড়াইয়ে আজ মাতবে কলকাতার ইডেন গার্ডেনস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *