খেলার খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন দেশের অন্যতম সেরা স্পিন বোলার নাহিদা আক্তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজে অংশ নিতে রবিবার (১৭ মার্চ) বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার নারী দলের।

আগামী ২১, ২৪ ও ২৭ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা রয়েছে দুই দলের। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও মিরপুরেই অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১২টায়।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শবনম মুশতারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, ফারজানা হক লিসা 

স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, লতা মন্ডল

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *