আন্তর্জাতিক

সৌদিতে নতুন ভূমিকায় মেসি

ডেস্ক রিপোর্ট: ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে দেওয়ার আগেই গুঞ্জন উঠেছিল আর্জেন্টাইন সুপার স্টারের পরের গন্তব্য হতে পারে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিন্তু মেসির সৌদিযাত্রার গুঞ্জন ফিকে হয়ে আসে দৃশ্যপটে ইন্টার মায়ামির নাম আসার পর। তবুও যে সৌদির সাথে মেসির সম্পর্কের ইতি ঘটছে এমনটা ভাবাও ভুল হবে। দেশটিতে খেলোয়াড় হিসেবে নতুন অধ্যায়ের সূচনা না হলেও এবার তাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে।

সম্প্রতি সৌদি আরবের বিলাসবহুল পোশাক ব্র্যান্ড সাইয়ারের অ্যাম্বাসেডর হয়েছেন মেসি। পোশাক ব্র্যান্ডটির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ছবি পোস্টের মাধ্যমে এর সত্যতা খুঁজে পাওয়া যায়।

সৌদি আরবের বিলাসবহুল পোশাক ব্র্যান্ড সাইয়ারের অ্যাম্বাসেডর হয়েছেন মেসি

ওই ছবিতে আর্জেন্টাইন কিংবদন্তিকে ধবধবে সাদা থোব এবং লাল-সাদা কেফিয়াহ বা রুমাল পরা অবস্থায় দেখা যায়।

এছাড়াও প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসি ক্যামেরার সামনে তার মাথার কেফিয়াহ বা রুমাল ঠিক করছেন। ভিডিওর শেষ অংশে দেখা যায়, মেসি সাইয়্যারের একটি কমলা রঙের বাক্স ধরে রেখেছেন। এছাড়া পেইজটিতে মেসির আরও বেশি কিছু স্থিরচিত্রও প্রকাশ করা হয়েছে।

তবে মেসির এমন পরিচয় দেশটির সাথে নতুন নয়। এর আগে দেশটির পর্যটন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *