সারাদেশ

তদবির ছাড়াই পুলিশের চাকরি পেল দিনমজুরের ছেলে!

ডেস্ক রিপোর্ট: তদবির ছাড়াই পুলিশের চাকরি পেল দিনমজুরের ছেলে!

ছবি : সংগৃহীত

এক সময় শোনা যেত পুলিশের চাকরি পেতে অনেক টাকা গুনতে হয়। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। নিজের যা রোজগার হয় তার সবটাই ব্যয় হয় সংসারে। চারটি ছেলে- মেয়ে আমার। ছেলের পুলিশের চাকরির জন্যে এতো টাকা কই পাব। এমন কঠিন চিন্তা এসে মাথার উপর ভর করে। কিন্তু, কোনো টাকা-পয়সা ছাড়াই আমার ছেলে পুলিশের চাকরি পাওয়াতে আমার চিন্তা ভাবনা পাল্টে গেলো! টাকা তদবির ছাড়া ছেলের চাকরি হলো মাথার উপর থেকে যেন চিন্তার একটা বুঝাই আর নাই-রবিবার দুপুরে এসব কথা বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের চাকরি পাওয়া আব্দুর রাজ্জাকের পিতা।

সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের আব্দুর রাকিব। গত ১৩ তারিখ পুলিশ কনস্টেবল পদে চাকরি পায় আব্দুর রাকিবের ছেলে আব্দুর রাজ্জাক। এ সময় তিনি দোয়া করেন কৃতজ্ঞতা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ পুলিশের সকল কর্মকর্তাদেরকে।

কথা হয় আব্দুর রাজ্জাকের মা মাসুমা বেগম তিনি বলেন, ‘আমার ছেলে আব্দুর রাজ্জাক তাকে অনেক কষ্ট করে বড় করেছি। শত কষ্টের মাঝেও লেখাপড়া করিয়েছি। আমার কষ্ট আর তার মেধা আজ এ সফলতা এনেছে। আমার ছেলের মেধা যাচাই-বাছাই করে। পুলিশ সুপার আমার ছেলেকে কনস্টেবল এ চাকরি দিয়েছেন। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলের চাকরির আবেদন অনলাইনে জমা দিতে খরচ হয়েছে ১২০ টাকা। এছাড়া আমার আর কোনো টাকা দিতে হয়নি। আশা করি, ভবিষ্যতে আমার ছেলে যেন আরও বড় হতে পারবে। পুলিশ সুপার যেন দোয়া করেন, আমিও দোয়া করি।’

এমন কথা যেন ৭১ জন অভিভাবকের হৃদয়ের কথা। এদিকে জানা যায়,গত বুধবার (১৩ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এ জেলায় শতভাগ মেধা, যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত নিয়োগ কার্যক্রমের সবগুলো ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭১ জন প্রার্থী চাকরি পেয়েছেন। এদের মধ্যে ৬০ জন পুরুষ আর ১১ জন নারী। সরাইল উপজেলার পাঁচজনের চাকরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ ড্রিল শেড নতুন চাকরি পাওয়া ছেলে- মেয়েদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম।

এ সময় নির্বাচিত ৬০ জন ছেলে ও ১১ জন মেয়ে রিক্রুটকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপারসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে পড়ে মো.সাঈদী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ে দূর্ঘটনাটি ঘটে। নিহত সাঈদী নগরীর চরপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ইনচার্জ ওসি মাইন উদ্দিন ঘটনাটির সত্যিতা নিশ্চিত করে তিনি বলেন নিহত সাঈদী চিকিৎসাধীন এক রোগী দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলায় আসেন। এ সময় বারান্দার ব্যালকনি থেকে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষের নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

;

বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে : নিখিল

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাংলাদেশ এবং তার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি।

রবিবার (১৭ মার্চ) সন্ধায় কল্যাণপুর গার্লস স্কুলে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কল্যানপুর গালর্স স্কুল এন্ড কলেজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসন নিখিল বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আত্মবিস্মৃত বাঙালি জাতি পেয়েছিল সঠিক দিক নির্দেশনা, শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। আজ বাঙ্গালী এগিয়ে যাচ্ছে তার মূলে আছে আমাদের স্বাধীনতা। আর সেই স্বাধীনতার সামনে আছেন বঙ্গবন্ধু।’

অনুষ্ঠানে কল্যানপুর গালর্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে উক্ত কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগমের পরিচালনায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা-১৪ আসনের থানা, ওয়ার্ড, ইউনিয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনর সুস্বাস্থ দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও এই অনুষ্ঠানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা-১৪ আসনের সাধারন মানুষের সেবায় প্রত্যেকটি থানা, ওয়ার্ডে ন্যায্যমূল্যে শবজি, ফলমুল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

;

নতুন নির্বাচনের দাবি আ স ম রবের

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদকে ‘ডামি’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে যা অনুষ্ঠিত হয়েছে, তা একেবারেই প্রহসনমূলক, এটা জনগণের সঙ্গে প্রতারণা। জনগণকে ভোটাধিকারের সুযোগ না দিয়ে ক্ষমতা নবায়নের নীলনকশা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

রবিবার (১৭ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির উদ্যোগে আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘গত ১৫ বছর নির্বাচনবিহীন দেশ পরিচালনা করতে গিয়ে সরকার রাজনীতিতে দুর্ভিক্ষ তৈরি করেছে। এখন সরকারের অন্তর্নিহিত সংকট দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।’

সভাপতির বক্তব্যে দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘সরকার নিজেই অহরহ বলে বেড়াচ্ছে বহিঃশক্তির সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব ছিল না। এতেই প্রমাণ হয়, এ সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে না। জনগণের প্রতিনিধিত্বহীন সরকারকে দ্রুত অপসারিত করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, আনোয়ার হোসেন এবং এ কে এম মিজান উর রশিদ চৌধুরী।

;

পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার সবজি বিক্রেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজার টেকনাফ উনছিপ্রাং পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার সবজি বিক্রেতা মোক্তার (৫৬) ১২ ঘণ্টা পর মারা গেছেন।

রবিবার (১৭মার্চ) ভোর ৫টার দিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সবজি বিক্রতা উপজেলা হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা।

সবজি বিক্রেতা মোক্তারকে মারধরের ঘটনায় অভিযুক্তের নাম বাদশা ওরফে পেটু বাদশা। সে উনছিপ্রাং এলাকার মৌলভী রুস্তমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মোক্তার উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রি করেন। কিছুদিন আগে ওই এলাকার বাসিন্দা বাদশা ওরফে পেটু বাদশা মোক্তারের দোকান থেকে সবজি কিনে নিয়ে যায়। গতকাল (১৬ মার্চ) সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হন। তখন তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বাদশা নিহত মোক্তারকে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও ঘুষি মারেন।

মারধরের এক পর্যায়ে জ্ঞান হারান মোক্তার। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন। এরপর মোক্তার শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়লে রবিবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোক্তারের ছেলে মোস্তফা বলেন, ‘আমার বাবা শত আকুতি জানালেও রক্ষা পায়নি বাদশার হাত থেকে। আমরা গরিব। আমারা বিচার পাই না।’

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *