জয়পুরহাটে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা, ট্রাক ভাঙচুর
ডেস্ক রিপোর্ট:
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে জয়পুরহাট থেকে ছাড়েনি কোন দূরপাল্লার বাস ও ট্রাক। সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধের চেষ্টা ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জয়পুরহাট সদরের পল্লী বিদ্যুৎ সমিতি সড়কের সামনে গাছের গুড়ি ফেলে অবরোধের চেষ্টা করে অবরোধকারীরা। খবর পেয়ে আইনশৃঙ্খালা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়কের উপর থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর কিছু পরেই একই সড়কে হিচমী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা।
এছাড়া সকাল থেকেই দূরপাল্লা বা আন্তঃজেলা কোন বাস বা ট্রাক কোন কিছুই শহর ছেড়ে যায়নি। এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের মধ্যে চলছে রিকশা ভ্যান ও অটোরিকশা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
তবে অতীতে অবরোধের অভিজ্ঞতায় কিছুটা আতঙ্ক কাজ করছে জনসাধারণের মধ্যে। তারা বলছেন, সড়কে উঠলে ভয় করছে, তবুও জীবিকার তাগিদে রিকশা-ভ্যান ও অটোরিকশায় করে কর্মস্থলে যেতে হচ্ছে, তবে ভাড়া গুণতে হচ্ছে দিগুণেরও বেশি।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, বিএনপির ডাকা দ্বিতীয় পর্যায়ে অবরোধের প্রথম দিন চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্নস্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছে পুলিশ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
হারুনুর রশীদ।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।