আন্তর্জাতিক

পুতিনকে অভিনন্দন জানালো চীন

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় সোমবার (১৮ মার্চ) ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছে বন্ধুরাষ্ট্র চীন। রাশিয়ার উদ্দেশ্যে বেইজিং জানায়, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার হতে থাকবে।

রোববার (১৭ মার্চ) রাশিয়ার নির্বাচনে পুতিন সোভিয়েত-পরবর্তী ভূমিধসের রেকর্ড নিয়ে জিতেছেন। এই জয়ের মাধ্যমে ইতিমধ্যে ক্ষমতাকে আরও শক্তিশালী করেছেন পুতিন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ভোটের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কৌশলগত দিকনির্দেশনায়, চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে যেতে থাকবে।’

চীন এবং রাশিয়া একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং নতুন যুগে ব্যাপক কৌশলগত অংশীদার বলে উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা তীব্র হওয়ার সাথে সাথে চীন গত কয়েক বছরে রাশিয়ার সাথে তার সম্পর্ক জোরদার করেছে।

পুতিন ইউক্রেনে হামলার কয়েক দিন আগে বেইজিং সফর করেছিলেন এবং দেশ দুটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে সীমানা অংশীদারিত্ব ঘোষণা করেছিল। জানা গেছে যে চীন এবং রাশিয়া এই বছর শি এবং পুতিনের মধ্যে বেশ কয়েকটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *