খেলার খবর

‘ইতিবাচক’ ফলের আশা নিয়ে ফিলিস্তিনের সামনে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ফুটবল মাঠে বাংলাদেশ আর ফিলিস্তিনের শক্তির পার্থক্য চোখে পড়ার মতো। এক দল যেখানে বিশ্বের শীর্ষ ১০০ দলের অন্যতম, অন্য দল সেখানে তলানির বাসিন্দা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান ৯৭, আর বাংলাদেশ ধুঁকছে ১৮৩-তে। শক্তির এমন পার্থক্য আমলে নিলে এই ম্যাচে ন্যূনতম লড়াইয়ের আশা করাও বোকামি। তবে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া কাগজ-কলমের ওই হিসাবের দিকে খুব বেশি মনোযোগ দিতে চাইছেন না। তারা বরং ম্যাচের আগে যথাসম্ভব নিজেদের ইতিবাচক রাখার চেষ্টা করছেন, আশা রাখছেন ‘ইতিবাচক’ কিছুর।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে যাতে অন্তত মান বাঁচানো একটা ফল পাওয়া যায়, সেজন্য দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। এবার মূল পরীক্ষার পালা। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় কুয়েতের জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের মুখোমুখি হবেন জামাল-তপুরা।

ফিলিস্তিন ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে ভালো কিছুর আশা দেখাচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমার বিশ্বাস ফলাফলটা ভালো হবে, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। ক্যাম্পের প্রতিটা সদস্য তাদের কাজটা বেশ ভালোভাবে করছে। এখন আমাদের মাঠে সেটা করে দেখাতে হবে, কারণ দিনটাকে নিজেদের দিন করে নিতে হবে আমাদের।’

সৌদি আরবে দীর্ঘ ক্যাম্পের প্রস্তুতি নিয়ে তৃপ্তি কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও, ‘এখানে আমরা এসেছি সৌদিতে ভালো একটা ক্যাম্প শেষ করে। এখানে আসার আগে আমরা যে প্রস্তুতিটা নিয়েছি, তাতে আমরা বেশ খুশি। সুদানের বিপক্ষে বেশ ভালো একটা অনুশীলন ম্যাচ কাটিয়েছি আমরা। এখানের আবহাওয়ার সঙ্গেও ভালোভাবে মানিয়ে নিয়েছি। এখানকার আতিথ্যটা দারুণ, সুযোগ সুবিধা বেশ ভালো। আমরা বিশ্বাস করি আমরা বেশ ইতিবাচক একটা সময়েই এই ম্যাচে পা রাখছি।’

ফিলিস্তিনের সঙ্গে শক্তির ফারাকটা বড় হলেও কাবরেরা ইতিবাচক কিছুই আশা করছেন, ‘খুব বেশি দিন আগে নয়, আমরাও তুলনামূলক শক্তিশালী দলের (লেবানন) বিপক্ষে, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে ভালো খেলেছি। সেই একইভাবে আমরা কাল ফিলিস্তিনের মুখোমুখি হবো। আশা করছি আমরা ইতিবাচক একটা ফলাফলই পাব।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *