মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগ
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের মক্কাভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগ রাশিয়ার মস্কোয় কনসার্টে ইসলামিক স্টেটের (আইএস) হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ নিন্দা জানায় বলে আরব বিশ্বের খবর প্রচারকারী সংবাদমাধ্যম আশরাক আল-আওসাত এ খবর জানায়।
দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগের জেনারেল সেক্রেটারি এক বিবৃতিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিম বিশ্ব যে কোনো সন্ত্রাসী হামলাকে প্রত্যাখ্যান করে। শুধু তাই-ই নয়, তারা সবধরনের উগ্র কর্মকাণ্ডকে নিন্দা জানায়।
রাশিয়ায় কনসার্টে হামলা: নিহত বেড়ে ৬০, দায় স্বীকার আইএসের
রাশিয়ায় কনসার্টে সন্ত্রাসী হামলা, নিহত ৪০
বিবৃতিতে তিনি রাশিয়া সরকারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহত ও আহতদের পরিবারের সদস্যের সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো শহরের পাশে কনসার্ট চলাকালে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ৬০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
এর আগে ২০০৪ সালে রাশিয়ার বেসলান স্কুলের শিক্ষার্থীদের একটি হলরুমে জিম্মি করে বন্দুকধারীরা গ্যাস স্প্রে করে নির্বিচারে গুলি করে। সে সময় হলরুমে রক গ্রুপ ‘পিকনিক’-এর সঙ্গীতানুষ্ঠান চলছিল। এ হলরুমের ৬ হাজার দুইশ আসন তখন কাণায় কাণায় পূর্ণ ছিল।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।