সারাদেশ

আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে: নাছিম

ডেস্ক রিপোর্ট: বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এ দে‌শের মানুষ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে, সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না। এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না।

শ‌নিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে জিয়াউর রহমান সমাজকল‌্যান প‌রিষ‌দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, দেশে কোন গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, দীর্ঘদিন ধরে কোন সরকার নাই, এর কৈফিয়ত কার কাছে চাইবো তার উপায় নাই। ফিলিস্তিনি পার্শ্ববর্তী দেশ ইজরায়েল যেভাবে ফিলিস্তিনি দখল করে নিয়েছে একইভাবে মনে হচ্ছে আমার বাংলাদেশে দখল করে নিয়ে গেছে। বাংলাদেশের কোন নাগরিক ভোট দিতে পারে না। ভোট দেওয়ার কোন পরিস্থিতি নাই।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা মুখি আলোচনা আছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। বিশ্বের যেসব দেশগুলোতে নির্বাচনী ব্যবস্থা নাই সেই সব দেশগুলো বাংলাদেশের তথাকথিত সরকারকে অভিনন্দন জানিয়েছে। সুস্থ স্বাভাবিক গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের এই তথাকথিত সরকারকে অভিনন্দন জানায়নি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারও উদ্বিগ্ন তার চাল চলন কথাবার্তায় বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন। ওবায়দুল কাদেরের জন্য দোয়া করি আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কারণ অনেক কিছুই তিনি দেখতে পারবেন খুব শীঘ্রই।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নরমালি মেনে নিতে পারে না। আপনারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে পোস্টারে ছবি ছাপবেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি পোস্টারে ছাপাবো, নিরপেক্ষ নির্বাচন হবে, কত ধানে কত চাল দেখতে পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আপনারা মানেন আর না মানেন এদেশের জনগণ মানে এবং সারা বিশ্ব তাকে মানে। আপনারা সম্পূর্ণ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসে আছেন। জনসমর্থনে আপনারা ক্ষমতায় বসেননি। আপনারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছেন।

কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, এই দেশে এমন কোন পণ্য আছে যার দাম ৩০০ থেকে ৪০০ গুণ বাড়েনি? বেগম খালেদা জিয়া ও বিএনপিকে চ্যালেঞ্জ করে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে তখন চালের দাম কত ছিল। তখন চাউলের দাম ছিল ১৬ টাকা কেজি । আর এখন কত? গরু,খাসির মাংস বর্তমানে কত আর তখন কত ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের কথা বললে তো তখন মানুষ স্বর্গ সুখে বসবাস করত।

বিএনপি এই নেতা বলেন, এই সরকারের মতো দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের মানুষ গত ১০০ বছরেও দেখেনি। ব্যাংকের কথায় ধরেন সরকারি বা বেসরকারি ব্যাংক যে ব্যাংকে মানুষ টাকা রেখে নিশ্চিন্তে আছে। সার্বক্ষণিক মানুষ চিন্তা করে তার টাকা এই আছে এই নাই।

তিনি বলেন, এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। এই মুক্তিযুদ্ধের দেশে কেউ ডাকাতের মত করে দখল করে নেবে এটা এ দেশের জনগণ কোনদিনও মেনে নেবে না। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে মুক্তিযুদ্ধে প্রশ্নে। কিন্তু এদেশের গণতন্ত্র হরণ করে নেবেন আর এ দেশের মানুষ আপনাদের সাথে ভালো ব্যবহার করবে এটা প্রত্যাশা করা ঠিক না। মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে এদেশের মানুষ শুধু স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়ে বলেন, এদেশের গণতন্ত্র স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ হয়ে আসুন আন্দোলনে ঝাঁপিয়ে পরি।

সংগঠ‌নের সভাপ‌তি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব‌্য রা‌খেন গণঅধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন, মোক্তার আখন্দ প্রমুখ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *