সারাদেশ

লক্ষ্মীপুরে ইফতার খেয়ে একই পরিবারের ৪ জন অচেতন

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে ইফতার খেয়ে একই পরিবারের ৪ জন অচেতন

ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে ইফতার খেয়ে একই পরিবারের ৪ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদেরকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রাঃ) ভর্তি করা হয়।

তারা হলেন, সদর উপজেলার দালাল বাজারের খোয়াসাগর দিঘীর পাড় এলাকার বৃদ্ধ নুরুল আমিন (৭০), হোসনেয়ারা বেগম (৫৫), সোয়েবের রহমান (৪৫) ও নাজনিন আক্তার (৩৮)।

জানা গেছে, ইফতারের জন্য স্থানীয় বাজার থেকে বুরিন্দা ও তরমুজ কেনা হয়। ইফতারির সঙ্গে বুরিন্দা খান তারা। কিন্তু তরমুজ খাওয়া হয়নি। এরমধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিন সোহাগ বলেন, অসুস্থ অবস্থায় ৪ জন রোগী এসেছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইফতার খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। তবে সঠিক কারণ এখনো জানতে পারিনি। পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

নারায়ণগঞ্জে গাউছিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৩ মার্চ) মধ্যরাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ৩টা ৫০ মিনিটে ফায়ার স্টেশনের প্রথম ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

;

রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির তাণ্ডব

ছবি: বার্তা২৪.কম

রাজধানীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে তীব্র শিলাবৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন ফলের গাছের মুকুলের ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাত মধ্য রাতে রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, মিরপুর, আজিমপুর, পুরান ঢাকা,রামপুরা বনশ্রী এলাকায় দমকা হাওয়ার সাথে বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়তে থাকে। এছাড়া রাজধানীর অন্যান্য অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হয়েছে।

;

গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নাদিম (২২) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় নাদিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৫৫ শতাংশ ফ্লাইম বার্ন ও ইন হ্যালেনশান ইনজুরি হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৮ নম্বর বেডে মৃত্যু হয় তার। এই নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

;

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৯ টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

ঢাকা-সিলেট রেললাইনের হবিগঞ্জের মনতলা ও হরষপুর স্টেশনের মাঝখানে রেললাইনে গাছ পড়ে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল ৪০ মিনিট বন্ধ ছিল।

পরে ট্রেনের উদ্ধারকর্মীরা রেললাইন থেকে গাছ সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস মনতলা স্টেশনে আটকা পড়ে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলে পারাবত ঢাকার দিকে ছেড়ে যায়।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার পলাশ দাশ জানান, হঠাৎ ঝড়ে মনতলা এলাকায় লাইনে গাছ পড়ে যাওয়ায় রাত সাড়ে ৮টা থেকে ৯ টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় পারাবত এক্সপ্রেস আটকা ছিল। পরে গাছ সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *