সারাদেশ

মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক শোক বার্তায় তিনি তীব্র নিন্দা জানান।

শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাশিয়ার ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। রুশ তদন্তকারী কমিটি সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। ওই সময় সেখানে একটি কনসার্ট চলছিল। কনসার্টে আসা মানুষদের ওপর গুলি করা ছাড়াও দাহ্য পদার্থ দিয়ে ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন শফিকুল ইসলাম অপু

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ-এর সাবেক সভাপতি মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে মোঃ শফিকুল ইসলাম অপুকে জেলার সভাপতি পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রোববার (২৪ মার্চ) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইদুল করিম মিন্টু বরাবর পাঠানো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক চিঠিতে একথা জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ-এর সভাপতি মোঃ আব্দুল হাই-এর মৃত্যুজনিত কারণে বাংলাদেশ আওয়ামী লীগ-এর ঝিনাইদহ লাদে জেলা শাখার সভাপতির শূন্য পদে মোঃ শফিকুল ইসলাম অপু-কে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।

এর আগে, শনিবার (১৬ মার্চ) সকাল ৭টার থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জেলা আওয়ামীলীগ সভাপতি ৭৮ বছর বয়সী আবদুল হাইয়ের।

;

সাতক্ষীরায় ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শিশুর

ছবি: বার্তা২৪.কম

সাতক্ষীরার দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে।

রবিবার (২৪ মার্চ) গোপাখালি ব্রীজের উপর থেকে কয়েকজন শিশু গোসলের সময় লাফ দিচ্ছিলো আর ওখানে সে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিল কিছু ছেলেরা। এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি খেলার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততসময় সে পানিতে ডুবে মারা যায়।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হওয়ার খবর জেনেছি।

;

রেলের টিকিট কালোবাজারি: ৮১ আসনের টিকেট উদ্ধার, গ্রেফতার ১

রেলের টিকিট কালোবাজারি: ৮১ আসনের টিকেট উদ্ধার

রেলের টিকিট কালোবাজারি চক্রের চিহ্নিত সদস্য আরিফ (২২) কে গ্রেফতার করেছে ঢাকা জেলার রেলওয়ে ডিবি পুলিশ। সেই সঙ্গে বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকেট উদ্ধার করেছে বলেও জানানো হয়েছে।

রোববার (২৪ মার্চ) বিকালে তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, ঢাকা রেলওয়ে জেলার ডিবি পুলিশ কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে জামালপুর জেলার মেলান্দহ রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চিহ্নিত টিকিট কালোবাজারি আরিফকে ভিন্ন ভিন্ন ট্রেনের বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় টিকেট কালোবাজারি-আরিফ’র কাছ থেকে টিকেট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশের টিকেট কালোবাজারিদের বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি আরিফ’র বিরুদ্ধে পূর্বেও টিকিট কালোবাজারি সংক্রান্ত আরো ১ টি মামলা রয়েছে।

জামালপুর রেলওয়ে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

;

মস্কোয় কনসার্টে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা হামলায় নিহত সকালের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় ১৪৩ জনের বেশি লোক নিহত হয়েছেন। আহত ১০০ জনের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

এ ঘটনাকে ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *