সারাদেশ

চালকের দায়িত্বহীনতায় এম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ‘আমাদের বিজয় আমাদের চেষ্টায়’-এ স্লোগানে ফেনীতে আয়োজিত ৪ দিন ব্যাপী ফফে অনলাইন ফেস্ট শেষ হয়েছে। যেখানে ঘটে ফেনীর নারী উদ্যোক্তাদের মিলন মেলা।

৪ দিনের ওই ফেস্টে ৬০টি স্টলে প্রায় অর্ধকোটি টাকা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ফেনীর অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের সংগঠন ফেনী অনলাইন ফিমেইল এন্ট্রেপ্রেনর্স ফোরামের (ফফে) আয়োজনে আয়োজিত এ ফেস্ট জমজমাট বেচাকানার মধ্য দিয়ে শেষ হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেস্টে নারী উদ্যোক্তারা ৬০টি স্টলে নিজেদের পণ্যের পসরা সাজিয়েছেন। প্রত্যেকটি স্টলে গ্রাহকদের ছিল উপচে পড়া ভীড়। সকলেই ঈদের কেনাকাটা অনলাইন ফেস্ট থেকেই করতে ব্যস্ত থাকতে দেখা যায়।

বিভিন্ন স্টলে মেয়েদের জন্য ছিল থ্রিপিস, জামা, শাড়ি, বোরখা, হিজাব, জুয়েলারি, কসমেটিক্স, সাজসজ্জাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

ফেস্টের আয়োজন সম্পর্কে সংগঠনটির সহ-সভাপতি ও গ্রুপের প্রতিষ্ঠাতা রাসনা আকলিমা প্রমা বলেন, ‘এ ফেস্টে ৬০ জন উদ্যোক্তা নিয়ে আমরা আয়োজন করেছি, যারা অনলাইনে পণ্য বিক্রি করে এখন তারা সরাসরি তা প্রদর্শন করেছে। ঈদের আগে নারী উদ্যোক্তাদের ব্যবসার করার বড় সুযোগ ছিল এ ফেস্ট। যেখানে প্রতিটি শপে প্রতিদিন গড়ে ৫০ হাজার করে বিক্রি হয়েছে। ৪ দিনে আমাদের স্টলগুলোতে প্রায় ৫০ লাখ টাকা বেচাকেনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছর আমরা এ ফেস্ট করে থাকি, যাতে নারীরা ব্যবসায়ীক ভাবে পরিচিতি লাভ করার পাশাপাশি ভালো মুনাফা অর্জন করতে পারে।’

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, ‘আমরা অনলাইনে নিজের তৈরীকৃত পণ্য কিংবা আমদানিকৃত পণ্য বিক্রি করি। এসব ফেস্ট আয়োজন হলে নিজেদের ব্যবসার পরিধি বড় করা যায়, মানুষের কাছে পরিচিতি লাভ করা যায়। পাশাপাশি অনলাইনের প্রতি গ্রাহকদের যে অবিশ্বাসটা থাকে সেটি সামনাসামনি দেখলে দূর হয়।’

তারা বলেন, ‘মেলায় জমজমাট বেচাকানা হয়েছে, যা আগামীতে আমাদের ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

বৃষ্টি পাল নামে একজন নারী উদ্যোক্তা বলেন, ‘আমার নিজের হাতের তৈরী করা বিভিন্ন পণ্য মেলায় বিক্রি করেছি। ক্রেতাদের অনেক সাড়া পেয়েছি। সরকার থেকে বিভিন্ন সময় আমি প্রশিক্ষণ নিয়েছি। যার ফল আমি এখন পাচ্ছি। ৪ দিনে ভালোই বেচাবিক্রি করেছি।’

মেলার দর্শনার্থী সুরাইয়া জাহান নামে একজন বলেন, ‘নারীদের জন্য এমন মেলা সারা বছর হোক।আমরা একটু অনলাইন থেকে ক্রয় করতে পছন্দ করি। সে পণ্যগুলো সামনাসামনি নেয়ার সুযোগ হলে আরও বেশি ভালো লাগে।

মারজান লামিয়া নামে আরেকজন বলেন, সুন্দর আয়োজন ছিল।।ঈদের কেনাকাটা মেলা থেকে করতে পেরেছি৷ পাশাপাশি অধিকাংশ নারী উদ্যোক্তা আমাদের পরিচিত, ঈদের আগে তাদের ভালো ব্যবসা হয়েছে। এটি খুবই ভালো লাগছে।

ইভেন্ট ম্যানেজমেন্ট হাউজ আপন ইভেন্টসের ব্যবস্থাপনায় ও অংগনা পার্লারের সহযোগিতায় শহরের গ্রান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপু, রানা হাসান, অংগনা পার্লারের স্বত্বাধিকারী রাহেলা আক্তার বিউটি।

নারী উদ্যোক্তাদের এমন আয়োজনের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র স্বপন মিয়াজী বলেন, ‘নারীরা আর ঘরে বন্দি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হয়ে দেশ পরিচালনা করছেন, সে থেকে দেশের নারীরা অনুপ্রাণিত হচ্ছে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে সাবলম্বী হচ্ছে। এমন উদ্যোগ প্রশংসনীয়।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *