খেলার খবর

পুরো একাদশ বদলে নেমেও ইতালির সহজ জয়

ডেস্ক রিপোর্ট: গত ২১ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে ইতালি। ইউরো ২০২৪ এর প্রস্তুতিমূলক পরের ম্যাচটিতে চমক দেওয়া ঘটনা ঘটালেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। গত রাতের একুয়েডরের বিপক্ষে ম্যাচে আগের ম্যাচের শুরুর একাদশের পুরোটাই বদলে দিলেন তিনি। এমন কাণ্ডে অবশ্য ম্যাচ জিততে কোনো সমস্যাই হয়নি ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের। 

একুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোলে জেতে ইতালি। 

ইউরো ২০২৪ কে সামনে রেখে প্রীতি ম্যাচগুলোতে দলের ফুটবলারদের পরখ করে দেখার কথা জানিয়েছিলেন স্পালেত্তি। তবে এক ম্যাচ বাদে আগের একাদশের পুরোটাই বদলে দেওয়ার কথা আদতে হয়তো ভেবেছিল না কেউই। 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বুল অ্যারেনায় ম্যাচের একদম শুরতেই লরেন্সো পেল্লেগ্রিনির গোলে এগিয়ে যায় ইতালি। সেখান থেকে ম্যাচের একদম শেষ মুহূর্ত পর্যন্ত দুদলের কেউই তেমন কার্যকরী কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে ম্যাচের যোগ করা সময়ে এসে ব্যবধান বাড়ায় দুইবারের ইউরো ও চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৯০+৪ মিনিটে গোলটি করেন ফরোয়ার্ড নিকোলা বারেল্লি। 

ইউরোর ঠিক আগে আগামী জুন মাসে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আজ্জুরিরা। সেখানে তুরস্ক ও বসনিয়ার বিপক্ষে খেলবে তারা। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *