খেলার খবর

স্বাধীনতা দিবস ক্রিকেটের দুই দল চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট: দেশের ইতিহাসের বিশেষ দিনগুলো উদযাপনে বরাবরই সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়ে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রথা মেনে এবারের স্বাধীনতা দিবসেও প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে লক্ষ্যে দেশের কৃতি সাবেক ক্রিকেটারের সমন্বয়ে দুটি দলও এখন চূড়ান্ত।

আগামীকাল (মঙ্গলবার) স্বাধীনতা দিবসের দিন সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই প্রীতি ম্যাচ।

১০ ওভারের প্রীতি ম্যাচের লাল এবং সবুজ দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ সাবেক ক্রিকেটাররা। বিবৃতির মাধ্যমে দুই দলের জন্যই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি।

লাল দল: নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন (উইকেটকিপার), জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলী। 

সবুজ দল: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সেজান, সানোওয়ার হোসেন, মোহাম্মদ সেলিম (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *