খেলার খবর

মেয়েদের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে কোনো ম্যাচেই একশ রানও করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তিন ম্যাচেই জুটেছে বড় ব্যবধানে হার। এমন ব্যর্থতায় ভরা সিরিজকে পেছনে রেখে এবার টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে হবে জ্যোতিদের।

সে লক্ষ্য তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজ থেকে টি-টোয়েন্টির দলে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আক্তার নিশি।

টি-টোয়েন্টি দলে তাদের জায়গা নিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

আগামী ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল মিরপুরের হোম অব ক্রিকেটে হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মুশতারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *