সারাদেশ

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

ছবি: বার্তা২৪.কম

রাজশাহীর মোহনপুরে পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে অবরোধকারীরা।

সোমবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ের পাশে পেট্রোল বোমা মেরে ট্রাকটিদে আগুন দেয় বিএনপি-জামায়াতের সমর্থকরা।

আগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, রাজশাহী শহর থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারার উদ্দেশে রওনা হয়। ট্রাকে মুরগীর খাবার (ফিড) ছিল। মোহনরের নন্দনহাট এলাকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে প্রথমে ট্রাকটি ভাঙচুর করে। এরপর তারা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, পণ্যবাহী ট্রাকে তিনজন ছিল। ট্রাকে ভাঙচুর শুরু হলে তারা দ্রুত নেমে পড়েন। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।

খেলার জন্য খেলোয়াড় পাচ্ছেন না ডেইজী সারোয়ার

ছবি: বার্তা২৪.কম

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে রাজধানীর মোহাম্মদপুরে মিছিল করেছে যুব মহিলা লীগ।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের নেতৃত্বে মিছিলটি হয়।

এসময় ডেইজি সারোয়ার বলেন, বিএনপি কর্মসূচি দিচ্ছে স্বপ্নে, বাস্তবায়ন করতে পারছে না। তারা যদি বাস্তবায়ন করতে পারতো তাহলে মোকাবিলার প্রশ্ন আসতো।

খেলা হবে প্রশ্নে তিনি বলেন, কার সঙ্গে খেলবো, খেলোয়াড়ই তো নাই। সুতরাং তাদের (বিএনপি) কর্মসূচি শুধু মৌখিক, বাস্তবে তারা কিছুই করতে পারছে না। সামনেও পারবে না।

এদিকে, আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা।

;

বিএনপি নেতা দুদু ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাস ভবনে ভাংচুরসহ নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন। 

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের ইন্সপেক্টর (নিরস্ত্র) রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে আবেদন করেছিলেন। 

এ সময় আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

অ্যাডভোকেট মেজবাহ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।

;

আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

ছবি: বার্তা২৪.কম

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার (৮ অক্টোবর) থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

অর্থাৎ আগামী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার (ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি। 

সোমবার (৬ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

;

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১০

ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর কবিরহাট ও চাটখিল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। তাৎক্ষণিক দুটি মামলায় পুলিশ এজহার নামীয় ৬ আসামিসহ ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে অবরোধের প্রথম দিনে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোপালের পোল এলাকার কলিম উদ্দিন টু ছমির মুন্সি সড়কে পিকেটিংয়ের সময় পুলিশের সাথে বিএনপি-জামাতের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে অবরোধের সমর্থকরা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। পরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো.মমিন মিয়া বাদী হয়ে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল সহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় আরও ৩৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ ছাড়া জেলার চাটখিল উপজেলায় গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাটখিল উপজেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় ৫০জনকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ অভিযোগ করে বলেন, পুলিশ কবিরহাট-কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছেন। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের মামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পিকআপ ভ্যানে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, সড়কে সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজহার নামীয় ৪ আসামিকে গ্রেফতার করে।

অপরদিকে, বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে কাছাকাছি এলাকায় পুলিশ না থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যায়নি।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *