শততম ম্যাচে বসুন্ধরার গোল উৎসব
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শততমবারের মতো মাঠে নেমে গোল উৎসব করল বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে সামনে পেয়ে ছেলেখেলায় মেতে ওঠে চ্যাম্পিয়নরা। একে একে গোপীবাগের ক্লাবটির জালে সাতবার বল প্রবেশ করিয়ে ৭-১ ব্যবধানে জয় পায় তারা। জোড়া গোল করেছেন বসুন্ধরার এমফোন উদোহ এবং মিগেল।
রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রথমার্ধেই এক হালি গোল করে ম্যাচের নিয়তি নিজেদের করে নেয় বসুন্ধরা। ১৯ মিনিটে সাদউদ্দিনের গোলে প্রথম এগিয়ে যায় তারা। ৩০ মিনিটে দামাশেনোর পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন রবিনিও।
দ্বিতীয় গোলের মিনিট সাতেক পর দামাশোনা নিজেই লক্ষ্যভেদ করেন। ৪১ মিনিটে গোলের হালি পূর্ণ হয় চ্যাম্পিয়নদের। ডান পায়ের জোরালো শটে এমফোন উদোহ পরাস্ত করেন ব্রাদার্স গোলকিপার শওকত হেলাল মিয়াকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাদার্সের এলিটা কিংসলে এক গোল শোধ করলে কিছুটা হালে পানি পায় ব্রাদার্স।
তবে দ্বিতীয়ার্ধে শুরু হতেই তাদের ম্যাচে ফেরার স্বপ্ন উবে যায়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্লেসিং শটে আবার বসুন্ধরাকে চার গোলের লিড এনে দেন সোহেল রানা। ৫৮ মিনিটে দামাশোনা এবং ৭১ মিনিটে উদোহ আরও দুইবার লক্ষ্যভেদ করলে বিশাল জয় নিশ্চিত হয় অস্কার ব্রুজনের দলের।
এই জয়ে ১০ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসুন্ধরা। সমানসংখ্যক ম্যাচ খেলেও ব্রাদার্সের পয়েন্ট মোটে ৩।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।