সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারকে প্রয়োজনীয় সময় দেব: জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে নির্বাচনের আয়োজন করুক, আমরা চাই না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেব। অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারকাজে হাত দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আমরা আশা করছি।’
আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। বেলা দেড়টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই কর্মী-সমর্থকেরা সার্কিট হাউস মাঠে আসতে থাকেন।
সমাবেশে জামায়াতের আমির বলেন, ‘আমরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমাদের সবার একটাই পরিচয়, সেটি হলো আমরা সবাই এ দেশের নাগরিক। যদি মসজিদ পাহারা দিতে না হয়, তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? আমরা এটা চাই না। যে যার ধর্ম পালন করবে। কোনো বাধা থাকবে না। গত ৫ আগস্টের পর জামায়াতের কোনো নেতা-কর্মী কারও সম্পদ লুণ্ঠন করেনি। কারও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করেনি। আমরা আল্লাহকে ভয় করি। অনেকেই দেশ পরিচালনার ক্ষমতা পেয়ে নিজেকে দেশের মালিক মনে করতেন। যদি কোনো দিন আল্লাহর রহমতে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার ক্ষমতা পায়, তখন আমরা দেশের মালিক হব না। আমরা দেশের সম্পদের পাহারাদার হব।’
জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান।
সমাবেশে অন্যদের মধ্যে বগুড়া জেলার আমির আব্দুল হক, সিরাজগঞ্জ জেলার আমির শাহিনুর আলম, জেলার সহকারী সেক্রেটারি মো. হাসিবুল আলম, রাশেদুল আলম প্রমুখ বক্তব্য দেন।