আন্তর্জাতিক

যে কারণে ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা

ডেস্ক রিপোর্ট: ইউরোপ ও যুক্তরাজ্যে স্থানীয় সময় রোববার (৩১ মার্চ) মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতিবছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়। যা ডে লাইট সেভিং টাইম (ডিএসটি) নামে পরিচত। অফিসসহ অন্যান্য জায়গায় দিনের আলোর আরও ব্যবহারের জন্য এমনটি করা হয়।

ইউরোপজুড়ে দিনের আলো সংরক্ষণ ও কাজে লাগানোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়। ইউরোপে ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত দুইবার হয়। ২৭ অক্টোবর তা আবার এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যে ৩১ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময় শুরু হয়েছে। এ সময় ব্রিটিশ সামার টাইম বা বিএসটি নামে পরিচিত। ১৯১৬ সালে গৃহীত সামার টাইম অ্যাক্ট অনুসারে ১০০ বছরের বেশি সময় ধরে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয় যুক্তরাজ্যে।

২০০১ সাল থেকেই ইইউভুক্ত দেশগুলোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে আনা বাধ্যতামূলক। এ উদ্যোগ দিনের আলো সংরক্ষণ সময় বা ডিএসটি পরিকল্পনা নামে পরিচিত। ব্রেক্সিটের কারণে ভবিষ্যতে যুক্তরাজ্যের ঘড়ির কাঁটায় পরিবর্তন আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

তবে ইউরোপের দেশ রাশিয়া, আইসল্যান্ড ও বেলারুশ ডিএসটি পদ্ধতি ব্যবহার করে না।

 

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *