সারাদেশ

ভুটানি ভাষায় অনূদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট: ভুটানি ভাষায় অনূদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন

ছবি : সংগৃহীত

ভুটানের জংখা ভাষায় অনুবাদ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। রবিবার (৩১ মার্চ) থিম্পুর জিচেনখার মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, বঙ্গবন্ধুর দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভুটানিজ সংস্করণের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ভুটানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের (সিবিএস) কমিশনার ও ভুটানের প্রখ্যাত লেখক দাশো কর্মা উড়ার নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জংখা ভাষায় অনুবাদ হয়। থিম্পুর পিটি প্রিন্টিং থেকে গ্রন্থটি প্রকাশ হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্বাস্থ্যমন্ত্রী তান্ডিন ওয়াংচুক, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ন্তেন ফুন্টশো, স্বরাষ্ট্রমন্ত্রী লিয়েনপো শেরিং, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী নামগিয়াল দরজি, ভুটানে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূ্ত। থিম্পুভিত্তিক কূটনৈতিক মিশনের প্রধান, সচিব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গবেষক এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায়। অনুষ্ঠানে থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ বাংলাদেশি ও ভুটানি শিক্ষার্থীদের নিয়ে গ্রন্থটির সারমর্ম উপস্থাপন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বইটির জংখা, ইংরেজি ও বাংলা সংস্করণের কিছু অংশ পড়ে শোনান।

থিম্পুতে বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়, ভুটানি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশ ও ভুটানের মধ্যে ঐতিহাসিক সংযোগের নতুন মাধ্যম হিসেবে পরিগণিত হবে। পাশাপাশি উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে গ্রন্থটি ব্যবহার হবে।

গ্রন্থটি ভুটানের লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা কেন্দ্রে বিতরণ করা হবে বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে।

সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল

ছবি : সংগৃহীত

দেবিদ্বারে সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নেতাকর্মীর মধ্যে হইচই পড়ে গেছে। কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শনিবার (৩০ মার্চ) বিকালে রোশন আলী মাস্টার ওমরা পালনের উদ্দেশে মক্কা গমন উপলক্ষে দেবিদ্বার পৌর এলাকায় নিজ বাসভবনে ইফতার মাহফিলে ওই বক্তব্য দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া সাড়ে চার মিনিটের ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘ভোটে আমরা হারিনি, ম্যাকানিজম করে হারানো হইছে। যেকোনো কারণে আমরা রেজাল্ট নিতে পারিনি, ৮২ হাজার ভোট কি কম? এগুলোর অনেক ইতিহাস, এগুলো আপনারা বুঝবেন না, আপনাদের ভাইঙা বুঝাইতে অইব। যাদের আমি নেতা বানাইছি তারা আমারে এখন… দিয়াও গোনে না। আমাদের দলে অনেক মীর জাফর আছে, এগুলো যুগ যুগ ছিল, থাকবে। তারা যদি ভালো হয়ে যায় আমরাও ভালো হইয়া যাইবো। আর হজ থেকে এসে যদি দেখি ভালো হয় নাই, তাহলে মাঠে নাইম্যা পড়ব।’

তার এ বক্তব্যে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রতিক্রিয়ায় তারা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করে সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেখানে তার ওই বক্তব্য সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তার ওই বক্তব্যে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ ভোট কারচুপি করে নির্বাচিত হয়েছেন এটি প্রমাণ করতে চেয়েছেন।’ এমন বক্তব্যের নিন্দা জানান তারা।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর বলেন, ‘তার লাগামহীন এসব বক্তব্যে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ হাস্যরসে পরিণত হচ্ছে। তাকে কেউ থামাতেই পারছে না। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী ও তার নেতাকর্মীকে গালাগাল করে বক্তব্য রেখে বিতর্কিত হয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই দেখেছেন। তার এসব বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিব্রত।’

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।

;

ফেনীতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

ছবি : সংগৃহীত

ফেনীতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ একটি চোরাই পিকআপের ২১ টুকরা উদ্ধার করা হয়। চুরি করা লাখ টাকার গাড়িটি ফেনীর সোনাগাজীর একটি ওয়ার্কশপে এনে খন্ড করে কেজি মাপে বিক্রির জন্য প্রস্তুত করেছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ার্কশপের মালিকসহ ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (৩১ মার্চ) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান পিপিএম।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘শনিবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী পৌর এলাকার তুলাতলীতে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে অভিযান চালায় পুলিশ। এ সময় ওয়ার্কসপ থেকে একটি গাড়ির ২১ টুকরা উদ্ধার এবং ওয়ার্কসপের মালিক আজাদ হোসেন আকাশকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এ চক্রে আরও চারজন জড়িত থাকার কথা স্বীকার করে আজাদ।’

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে আজাদ জানায়, গত শুক্রবার চোর চক্রের চার সদস্য একটি পিকআপ চট্টগ্রাম থেকে চুরি করে তার ওয়ার্কসপে এনে ২১ টুকরা করে। সেগুলো কেজি মাপে বিক্রির জন্য তার হেফাজতে রাখেন তারা। পরে সেগুলো বিক্রির প্রলোভন দেখিয়ে আজাদের মাধ্যমে ডেকে এনে চক্রের বাকিদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনীর সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আজাদ হোসেন আকাশ (২৩), চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের সালা উদ্দিন নিশান (২৪), নোয়াখালী সেনবাগ থানার মজুপুর গ্রামের আবদুল আজিজ তারেক (২৪), চট্টগ্রামের মিরসরাই কাটাবিল এলাকার মো. হাসান (১৯) এবং কুমিল্লা দাউদকান্দি সবজিকান্দি গ্রামের ফরহাদুল ইসলাম ফরহাদ (২২)।

পুলিশ সুপার বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান হতে বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে ওয়ার্কশপে নিয়ে খণ্ড খণ্ড করে ভাঙারি দোকানে বিক্রি করতো বলে জানিয়েছেন।’

এ ঘটনায় আরও রহস্য উদঘাটনে গ্রেফতারকৃত আসামিদের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।

পিকআপের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘পার্কিংয়ে থাকা ১২ লাখ টাকার গাড়িটি চুরি করে তারা ভাঙারি হিসেবে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছে। এ চোর চক্র আমার সবকিছু শেষ করে দিয়েছে। এ গাড়ির আয় দিয়েই সংসার চলতো আমার। এখন কীভাবে কি করবো কিছুই জানিনা।’ আসামীদের কঠিন শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন, সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

;

ফেনীতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

ছবি : সংগৃহীত

ফেনীতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ একটি চোরাই পিকআপের ২১ টুকরা উদ্ধার করা হয়। চুরি করা লাখ টাকার গাড়িটি ফেনীর সোনাগাজীর একটি ওয়ার্কশপে এনে খন্ড করে কেজি মাপে বিক্রির জন্য প্রস্তুত করেছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ার্কশপের মালিকসহ ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (৩১ মার্চ) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান পিপিএম।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘শনিবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী পৌর এলাকার তুলাতলীতে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে অভিযান চালায় পুলিশ। এ সময় ওয়ার্কসপ থেকে একটি গাড়ির ২১ টুকরা উদ্ধার এবং ওয়ার্কসপের মালিক আজাদ হোসেন আকাশকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এ চক্রে আরও চারজন জড়িত থাকার কথা স্বীকার করে আজাদ।’

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে আজাদ জানায়, গত শুক্রবার চোর চক্রের চার সদস্য একটি পিকআপ চট্টগ্রাম থেকে চুরি করে তার ওয়ার্কসপে এনে ২১ টুকরা করে। সেগুলো কেজি মাপে বিক্রির জন্য তার হেফাজতে রাখেন তারা। পরে সেগুলো বিক্রির প্রলোভন দেখিয়ে আজাদের মাধ্যমে ডেকে এনে চক্রের বাকিদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনীর সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আজাদ হোসেন আকাশ (২৩), চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের সালা উদ্দিন নিশান (২৪), নোয়াখালী সেনবাগ থানার মজুপুর গ্রামের আবদুল আজিজ তারেক (২৪), চট্টগ্রামের মিরসরাই কাটাবিল এলাকার মো. হাসান (১৯) এবং কুমিল্লা দাউদকান্দি সবজিকান্দি গ্রামের ফরহাদুল ইসলাম ফরহাদ (২২)।

পুলিশ সুপার বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান হতে বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে ওয়ার্কশপে নিয়ে খণ্ড খণ্ড করে ভাঙারি দোকানে বিক্রি করতো বলে জানিয়েছেন।’

এ ঘটনায় আরও রহস্য উদঘাটনে গ্রেফতারকৃত আসামিদের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।

পিকআপের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘পার্কিংয়ে থাকা ১২ লাখ টাকার গাড়িটি চুরি করে তারা ভাঙারি হিসেবে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছে। এ চোর চক্র আমার সবকিছু শেষ করে দিয়েছে। এ গাড়ির আয় দিয়েই সংসার চলতো আমার। এখন কীভাবে কি করবো কিছুই জানিনা।’ আসামীদের কঠিন শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন, সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

;

ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কাউসার, সম্পাদক সোবাহান

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে অনুজীব বিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী মোঃ কাউসার হোসেনকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভা‌গের শিক্ষার্থী মোঃ আব্দুস সোবাহান চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফ আহমেদ বাবর, ফারিস্তা প্রিয়া, গাজী আসফিক, রিফাত হোসেন শুভ, মোঃ রায়হান ও তামিম ইকবাল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রিজওয়ান করিম, উমা ইসলাম ও শিহাব প্রান্ত।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোঃ তানজিল ভূইয়া, আবু বকর সম্পদ, তামজিদ রহমান তনিম, সিয়াম আহমেদ ও উদ্দীপ দে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *