সারাদেশ

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচনঃ নৌকায় সিল মারার ঘটনায় তদন্তের নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচনঃ নৌকায় সিল মারার ঘটনায় তদন্তের নির্দেশ ইসির

নির্বাচন কমিশন

সদ্য সমাপ্ত হওয়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ছাত্রলীগের সাবেক এক নেতার প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ভোটকেন্দ্রে ওই নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।

সোমবার (৬ নভেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুষ্ঠু ভোট নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার(০৬ নভেম্বর) লক্ষীপুর জেলা নির্বাচন অফিসারকে ইসি এই নির্দেশনা দিয়েছে। কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রোববার (৫ নভেম্বর) ২৭৬ লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে অনিয়মের বিষয়ে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও চিত্রের সিডি সংযুক্ত করা হলো। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র চিহ্নিতকরণসহ উল্লিখিত বিষটি তদন্তের জন্য ভোটকেন্দ্রে নিয়োজিত সকল ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বক্তব্য গ্রহণ পূর্বক তদন্ত করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট পেপারে অনবরত নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলছে। এ সময় ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে তাকে সিল মারতে দেখা যায়। তাকে নৌকায় সিল মারতে সহযোগিতা করছেন কক্ষে থাকা অন্য একজন ব্যক্তি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার যখন আর সপ্তাহখানেক সময় বাকি, সেই সময় এই ভিডিও ভাইরাল হওয়ায় সুষ্ঠু নির্বাচনে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠেছে। এ নিয়েই সোমবার (০৬ নভেম্বর) দিনভর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের ব্যাখ্যা পেতে দফতরে দফতরে ঘুরেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু এ বিষয়ে কোনো নির্বাচন কমিশনারই মুখ খোলেননি।

এর আগে গতকাল অনুষ্ঠিত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদের উপ-নির্বাচনে জালভোটসহ কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে লাঙ্গল ও গোলাপ ফুল প্রতীকের প্রার্থী ভোট বর্জন করেন।

ভোট বর্জনের বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির সামছুল করিম জানান, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে দেয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে কেন্দ্র দখল করে জালভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছে। ১১৫টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। জাল ভোটের কারণে অনেক কেন্দ্রে ৩০-৪০ শতাংশ ভোট দেখানো হয়েছে। এসব অভিযোগে তারা ভোট বর্জন করেন।

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে গোলাম ফারুক বিজয়ী

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮ টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।

নৌকার প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), তিনি পেয়েছেন ৩ হাজার ৮৪৪ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল)। তিনি পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) পেয়েছেন ৫১৩ ভোট।

১১৫ টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ৬১২ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৫২৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩১.৮৫ ভাগ।

নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা।

বিজয়ের ঘোষণা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

তবে এদিন ভোট চলাকালে দুপুর সোয়া ২ টার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাপা ও জাকের পার্টির প্রার্থী ভোট বর্জন করে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত এ আসনে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।

;

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: শাহজাহান সাজু বিজয়ী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের আশুগঞ্জ ও সরাইল কার্যালয়ে এই ফলাফল পৃথকভাবে ঘোষণা করা হয়। এই আসনের ১৭ টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু আশুগঞ্জ উপজেলায় ভোট পেয়েছেন ৩৭ হাজার ৬৮৮ ভোট ও সরাইল উপজেলায় পেয়েছেন ২৮ হাজার ৬২৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা আশুগঞ্জ উপজেলায় পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট ও সরাইল উপজেলায় পেয়েছেন ৩১ হাজার ৯৪০ ভোট।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, ‘দুই উপজেলার ভোটের ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন ‘

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় ৫ নভেম্বর শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

;

সচিবকে মুখপাত্র করে ইসির চিঠি

ছবি: বার্তা২৪

গণমাধ্যমে ব্রিফিং করার জন্য সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে মাননীয় কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং প্রদান করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সকল মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অফিস আদেশ জারি করেছিল ইসি।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

;

লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন: দুই প্রার্থীর ভোট বর্জন

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টি ও জাকেরপার্টির মনোনীত প্রার্থী মোঃ রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক) ও শামছুল করিম খোকন (গোলাপ ফুল প্রতীক)।

রোববার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

এসময় প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি। কেন্দ্রে কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীরা ভোটারদের প্রভাবিত করে জালভোট প্রদান করছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতীকার পাননি দাবী করে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন বলে জানান তারা।

লাঙ্গল প্রতীকের প্রার্থী অভিযোগ করে লক্ষ্মীপুর দারুল উলুম হোছেনিয়া মাদ্রাসা, দত্তপাড়া রামরতন বহুমুখি উচ্চ বিদ্যালয়, চন্ডিপাড়া, চরশাহী নুরুল্লাহ, ভবানীগঞ্জ চকবাজার মডেল একাডেমী, বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের কথা তুলে ধরেন।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। তিনি বলেন কোনো ধরণের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সরকারের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট রয়েছে নৌকার সমর্থকরা।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো ধরণের অনিয়মের অভিযোগ পাইনি। সকাল ৮টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

এদিকে এন আহমদীয়া, পাবলিক স্কুল, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পৌর শহীদ স্মৃতি একাডেমীসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোটারদের উপস্থিতি কম পরিলক্ষিত হয়েছে। এসব কেন্দ্রে নৌকা প্রতীক ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

এ উপ-নির্বাচনে দুই প্রার্থী ভোট বর্জন করলেও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে লড়ছেন।  ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *