সারাদেশ

বিএনপি নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে: নাছিম

ডেস্ক রিপোর্ট: হকারদের ব্যবসার জটজমাট একটি মৌসুম রোজার মাস। নিম্ন ও নিম্ন-মধ্য বিত্তরা এ হকার থেকে সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করে থাকেন। প্রায় দুমাস আগে চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের ফুটপাত থেকে দিনব্যাপী এক অভিযানে শত শত হকারকে উচ্ছেদ করে সিটি করপোরেশন। সে সময় সিটি করপোরেশনে আভিযানিক দল ও পুলিশ-হকারদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। হয়েছে মামলা ও পুনঃউচ্ছেদ। বিপরীতে একাধিকাবার আন্দোলন করেও হকাররা ফুটপাতে বসার অনুমতি পায়নি। এরপরও পেটের তাগিদে হকাররা বাধ্য হয়ে ফুটপাতে বসে ব্যবসা করছে।

ঈদের আর ‍বাকি সপ্তাহখানেক। এবার ঈদের আগে ফুটপাতে বসে ব্যবসার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন হকাররা। এসময় সময় হকার্স নেতারা আগামী ২৪ ঘণ্টার পর ফুটপাতের বসার সিদ্ধান্ত দিলে সিটি করপোরেশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৪ এপ্রিল) বিকেল তিনটা থেকে নিউমার্কেট এলাকার বিপণী বিতান মোড়ে অবস্থান করতে দেখা গেছে হকারদের। এতে প্রায় দেড় ঘণ্টা যানবাহলে চলাচল বিঘ্নিত হয়।

বিপণী বিতান গোল চত্ত্বরে সমাবেশে চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি প্রবীন কুমার ঘোষ বলেন, আমরা নিজের অল্প পুঁজি নিয়ে ব্যবসা করি। আমরা কারও পরাধীন নয়, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদেরকে ষড়যন্ত্র করে উচ্ছেদ করা হয়েছে। আমরা এখন রাস্তায় বসেছি, প্রয়োজন হলে এভাবে রাস্তায় শুয়ে পড়ব। আমাদের উপর গাড়ির চাকা গিয়ে লাশ হয়ে যাব। তারপরও আমরা এখান থেকে যাব না। ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। আমাদের এই শেষ সময়টুকু বসার সুযোগ দিক।

হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল বলেন, সিটি করপোরেশনের একান্ত সচিব মো. হাশেম জামায়াত পরিবারের লোক। তিনি আমারে নেতাদের ফোন করে হুমকি দিয়েছেন, টাকা চেয়েছেন। কিন্তু আমাদের নেতারা মহিউদ্দিন চৌধুুরীর কর্মী। তারা আপোষ করে নাই। ওই দুর্নীতিবাজ হাশেমের সাথে কয়েকজন কুলাঙ্গার রয়েছে। যদি আমাদেরকে বাধ্য করা হয় আমরাও নাম প্রকাশ করতে বাধ্য হব। আজকে আমাদের হকার ভাইয়েরা রোজা রেখে কাঁধে করে মালগুলো সরিয়ে নিয়েছে।

বিক্ষোভ সমাবেশে এই নেতা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ফুটপাতের বসার সুযোগ না দিলে আমরা সিটি করপোরেশন ঘেরাও করতে বাধ্য হব। একই সঙ্গে আমরা রাস্তা অবরোধ করতেও বাধ্য হব।

চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু বার্তা২৪.কমকে বলেন, সামনে ঈদ, এখন আমাদের ব্যবসার সময়। আমরা চাই মেয়র মহোদয় যাতে এই রোজার শেষ কয়েকদিন হলেও আমাদের একটু ব্যবসা করতে সুযোগ দেন। না হয় আমরা না খেয়ে মরব।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, কোটি কেটি টাকা খরচ করে আমরা ফুটপাত করছি, সেটা আরেকজন দখল করবে তা হতে পারে না। বিপুল অংকের টাকা খরচ করে নির্মাণ করা ফুটপাত দিয়ে হেঁটে আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে না, মহিলারা নিরাপদে হাঁটতে পারবে না তা মেনে নেয়া যায় না। তাই ফুটপাতে কোনো হকার বসতে দিব না। সমগ্র চট্টগ্রামে ফুটপাত মানুষের হাঁটার উপযোগী করে তুলব। একইসঙ্গে মানবিক বিবেচনায় হকারদের জন্য আমরা হলিডে মার্কেট করে দেব। তারা সেখানে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার দিনভর ব্যবসা করতে পারবে। এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে না আবার সাধারণ মানুষও ফুটপাতে নিরাপদে চলতে পারবেন।

মেয়র আরও জানান, নগরীর রেল স্টেশন, বায়েজিদ বোস্তামী ও আগ্রাবাদ এলাকায় পৃথক তিনটি হলিডে মার্কেট করা প্রাথমিক পরিকল্পনা করা নেওয়া হচ্ছে। এর মধ্যে জায়গা বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। হলিডে মার্কেট হলে সেখানে সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন করা হবে।

এর আগে, ৮ ফেব্রুয়ারি কোতোয়ালী থানার আমতল থেকে নিউমার্কেট হয়ে ফলমণ্ডি পর্যন্ত অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালায় চসিক। ওইদিন সাড়ে চার হাজার হকার উচ্ছেদ করা হয়। অভিযানে হামলা ও হকার–পুলিশ সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর আগ্রাবাদ, বহাদ্দারহাটসহ আরো কয়েকটি স্পটে উচ্ছেদ অভিযান চালায় চসিক। এ অভিযানকে স্বাগত জানায় সাধারণ মানুষ। অভিযানের সমর্থনে মিছিল ও মানবন্ধনও হয়েছে শিক্ষার্থী-ব্যবসায়ীরা। তবে হকাররাও উচ্ছেদের প্রতিবাদ ও পুর্নবাসনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *