আন্তর্জাতিক

ইউক্রেনের প্রতি জাপানের সমর্থন অটুট থাকবে : ফুমিও কিশিদা

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বুধবার (৩ এপ্রিল) ফোনালাপের সময় ইউক্রেনের প্রতি তার দেশের সমর্থন অটুট থাকবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর নিশ্চিত করেছে রয়টার্স।

এদিকে জেলেনস্কি এক্স-এ একটি পোস্টে বলেছেন, তিনি ফোনালাপে কিশিদাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর এবং হিমায়িত রাশিয়ান সম্পদ বাজেয়াপ্ত করার জন্য একটি প্রক্রিয়া তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী কিশিদা বলেছেন, তিনি জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের সাহসের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে চান এবং জাপান ইউক্রেনের পাশে দাঁড়ানোর অবস্থান থেকে নড়বে না।’

অন্যদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বুধবার (৩ এপ্রিল) ইউক্রেন সফর করেছেন।

স্টাবের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই চুক্তিতে একে অপরের প্রতি রাজনৈতিক সমর্থন, ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রতি সমর্থন এবং ইউক্রেনের সংস্কার ও পুনর্গঠনের জন্য সমর্থনসহ বিভিন্ন বিষয় রয়েছে বলে জানা গেছে।

স্টাবের অফিস ওই বিবৃতিতে আরও জানিয়েছে, ‘ফিনল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে দশ বছরের চুক্তিটি ইউক্রেনকে সমর্থনের ক্ষেত্রে ফিনল্যান্ডের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রমাণ।’

এ ছাড়াও স্টাব প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনের জন্য আনুমানিক প্রায় ১৮৮ মিলিয়ন ইউরো মূল্যের প্রতিরক্ষা উপকরণের আরেকটি প্যাকেজ পাঠাবে ফিনল্যান্ড।

এর ফলে ২০২২ সাল থেকে এ পর্যন্ত ইউক্রেনকে দেওয়া ফিনল্যান্ডের সহায়তার মোট পরিমাণ দাঁড়াবে ২ বিলিয়ন ইউরো।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *